০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
হ্যাকাররা কূটনৈতিক, সরকারি কর্মকর্তাদের ফোনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুটি বড় দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানিয়েছিল বলে জানা গেছে।
এই ত্রুটির ফলে চিপের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে অ্যাপ্লিকেশন প্রসেসরের সঙ্গে মডেম যোগাযোগকে কাজে লাগিয়ে অননুমোদিত প্রবেশাধিকার আদায় করা সম্ভব।
‘যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে রাশিয়া, ইরান ও চীন ক্রমাগত সাইবার আক্রমণ’ চালাচ্ছে।
এসব হ্যাকার দল যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নেটওয়ার্কে সাইবার আক্রমণ চালাচ্ছে, যার মধ্যে রয়েছে দেশটির পানি, বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থাও।
আক্রমণের মুখে পড়ে সকল রোবটই চীনে তৈরি ‘ইকোভ্যাক্স ডিবট এক্স২এস’ মডেলের। সহজেই হ্যাকিং সম্ভব, এমন রোবভ্যাক হিসেবে এর বিশেষ পরিচিতি আছে।
এ বছরটি গণতন্ত্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, কারণ এ বছর ৫০টিরও বেশি দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।