টেক

মার্কিন বায়োটেক কোম্পানি থেকে বেহাত ৬৯ লাখ গ্রাহকের তথ্য
যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি বলেছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকের ‘ফ্যামিলি ট্রি’, জন্ম সাল ও ভৌগলিক অবস্থানের মতো বিষয়গুলো।
পর্নোগ্রাফি: এআই দিয়ে বয়স যাচাইয়ের প্রস্তাব যুক্তরাজ্যে
দেশটিতে শিশুদের প্রথম পর্নোগ্রাফি দেখার গড় বয়স ১৩ বছর। এর মধ্যে এক চতুর্থাংশের পর্নোগ্রাফির সঙ্গে প্রথম পরিচয় ঘটে ১১ বছর বয়সে।
ওপেনএআই হয়ত ‘বিপজ্জনক কিছু’ বানিয়েছে: ইলন মাস্ক
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা মানুষের ডেটা থেকে প্রশিক্ষিত হয় না, কোম্পানিগুলোর এমন দাবির কোনো সত্যতা নেই।
সাইবার হামলা ‘টেরই পায়নি’ জাপানের মহাকাশ সংস্থা জাক্সা
এর আগে ২০১৬ ও ১৭ সালে হওয়া বড় আকারের সাইবার হামলায় আক্রান্ত প্রায় দুইশ কোম্পানি এবং গবেষণা প্রতিষ্ঠানের তালিকায় ছিলো জাক্সা।
অস্ট্রেলীয় কর্মীদের ডেটা চুরি করেছে হ্যাকাররা: ডিপি ওয়ার্ল্ড
ঘটনা জানাজানি হওয়ার পর অস্ট্রেলিয়ায় এ খাতের বেশ কিছু কোম্পানি ইন্টারনেট সংযোগ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশটির পণ্য চলাচল ব্যবস্থার ওপরও।
আবেদন পর্যালোচনা পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে ঝাও’কে
মার্কিন সরকার বলছে, ঝাও সাজা ভোগ করার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রত্যর্পণ চুক্তিও নেই।
চাকরির ভুয়া এসএমএস মুছে ফেলার পরামর্শ পুলিশের
‘ফিশিং’ করে ব্যক্তির মোবাইল ব্যাংক কিংবা সোশাল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে অপরাধীরা।
ডিপফেইক নিয়ন্ত্রণে আইন তৈরির উদ্যোগ নিচ্ছে ভারত
চলতি মাসের শুরুতে বলিউড অভিনেত্রী রেশমিকা মানদানা এবং ক্যাটরিনার কাইফের ডিপফেইক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়।