এদিকে, বিভিন্ন অপারেশন পরিচালনায় পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটের ওপর নির্ভরশীলতা বাড়াতে দেখা গেছে গোটা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে।
Published : 23 May 2024, 02:18 PM
নতুন মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কের জন্য প্রথম স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। এর লক্ষ্য হল, যুক্তরাষ্ট্রের মহাকাশ নজরদারি সক্ষমতা উন্নত করা।
এ বছর এমন বেশ কিছু স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে ইলন মাস্ক মালিকানাধীন রকেট কোম্পানিটি।
বছরের শুরুতে স্পাই নেটওয়ার্কটির তথ্য উঠে এসেছে রয়টার্সের একজোড়া প্রতিবেদনে। এতে উল্লেখ ছিল, মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল রিকনিসেন্স অফিস (এনআরও)’র জন্য শত শত স্যাটেলাইট বানাচ্ছে স্পেসএক্স। আর এতে বিভিন্ন এমন সিস্টেমের বহর যোগ হয়েছে, যা পৃথিবীর প্রায় যে কোনো জায়গায় থাকা লক্ষ্যবস্তুকে খুব দ্রুতই শনাক্ত করতে সক্ষম।
এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মহাকাশ ও প্রতিরক্ষা খাতের ঠিকাদার ও সরবরাহক হিসেবে কাজ করা কোম্পানি ‘নরথ্রপ গ্রাম্যান’।
মহাকাশ কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে গেল বুধবার পূর্বাঞ্চলীয় সময় ভোর চারটায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ভ্যানডেনভার্গ স্পেস ফোর্স থেকে নিজেদের ‘ফ্যালকন ৯’ রকেট উৎক্ষেপণ করে স্পেসএক্স।
এনআরও’র মতে, এটি ‘তাদের বিস্তৃত সিস্টেমের প্রথম উৎক্ষেপণ, যেখানে দ্রুত তথ্য সংগ্রহ ও সরবরাহ করার মতো সুবিধা আছে।’
“এনআরও’র বিস্তৃত কাঠামো সমর্থন করে, ২০২৪ সালে এমন প্রায় আধা ডজন উৎক্ষেপণের পরিকল্পনা আছে, যেখানে বাকি উৎক্ষেপণগুলো হতে পারে ২০২৮ সালের মধ্যে,” স্যাটেলাইট সংখ্যা উল্লেখ না করেই বলেছে সংস্থাটি।
এদিকে, বিভিন্ন অপারেশন পরিচালনায় পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটের ওপর নির্ভরশীলতা বাড়াতে দেখা গেছে গোটা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে।
রয়টার্স বলছে, এ প্রবণতা বেড়ে যাওয়ার কারণ হল, মহাকাশে কিছু বসানোর খরচ কমিয়ে আনতে পারা এবং স্থল ও আকাশ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের গতানুগতিক পদ্ধতি বাদেও বিভিন্ন হুমকি শনাক্ত করার সক্ষমতা।