ঝড়ের কারণে সুষ্ট বড় আকারের ঢেউ কতক্ষণ স্থায়ী হয় ও পানি কীভাবে প্রবাহিত হয় এর উপর নির্ভর করে বিভিন্ন বাঁধ বন্যার ঝুঁকি কমাতে বা বাড়িয়ে তুলতে পারে।
Published : 15 Sep 2024, 11:42 AM
উপকূলীয় বিভিন্ন অঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য বাঁধ নির্মাণের বিষয়টি আসলে হিতে বিপরীত হতে পারে— এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।
এ গবেষণা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ: ওশনস’-এ। এতে নজর দেওয়া হয়েছে উপকূলীয় মোহনায় নির্মিত বাঁধের ওপর, যেখানে সমুদ্রের সঙ্গে মেশে নদী।
জলবায়ু পরিবর্তনের কারণে শক্তিশালী ঝড়, লবণাক্ত পানির প্রবেশ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব কমিয়ে আনার উপায় হিসাবে এইসব বড় বড় প্রকল্পের প্রতি ঝোঁক গোটা বিশ্বেই প্রতিনিয়ত বাড়ছে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
এ গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের চার্লসটন হারবার বন্দরের ডেটা বা তথ্য নিয়ে। যা থেকে ইঙ্গিত মিলেছে, বন্যা ঠেকাতে এ ধরনের বাঁধ যে কাজে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। কখনো কখনো এর ফল উল্টাও হতে পারে।
আসলে ঝড়ের কারণে সৃষ্ট বড় আকারের ঢেউ কতক্ষণ স্থায়ী হয় ও পানির ঢল কীভাবে বয়ে যায় তার উপর নির্ভর করে বিভিন্ন বাঁধের ফলে বন্যার ঝুঁকি কমতে বা বাড়তে পারে।
এ গবেষণার প্রধান লেখক ও ‘ইউনিভার্সিটি অফ আলাস্কা ফেয়ারব্যাঙ্কস’-এর অধ্যাপক স্টিভেন ডাইকস্ট্রা বলেন, ঝড়ের কারণে সৃষ্ট ঢেউ সাধারণত স্থলভাগে প্রবেশের সঙ্গে সঙ্গে ছোট হয়ে আসে। তবে ভূমির শেইপ বা আকৃতি এর ওপর বড় প্রভাব ফেলে। প্রায়ই ফানেল আকারের হয়ে থাকে বিভিন্ন মোহনা, যার মধ্যে দিয়ে ঢেউ ভেতরের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে চেপে যায় ও এর উচ্চতা বাড়ে।
বাঁধ নির্মাণের ফলে উপকূলে এক ধরনের কৃত্রিম বাধা তৈরির মাধ্যমে মোহনাটি ছোট হয়ে যায় ও এটি আসলে ঝড়ের ফলে সৃষ্ট ঢেউকে প্রতিফলিত করে, মানে হচ্ছে ঢেউকে আবার ফিরিয়ে দেয়। এ সময়ে ঢেউ আকারে ছোট না হয়ে বড় হয়ে যায়। এসব ঢেউকে বাথটাবে পানি ছিটানোর সঙ্গে তুলনা করেছেন গবেষক ডিকস্ট্রা। কখনও কখনও এসব ঢেউ বাথটাব উপচেও পাশে আছড়ে পড়ে।
চার্লসটন হারবার বন্দর নিয়ে গবেষণা করার পর গবেষকরা কম্পিউটার মডেল ব্যবহার করে আলাস্কার ‘কুক ইনলেট’-এর মতো বাঁধ ও প্রাকৃতিক ব্যবস্থাসহ আরও ২৩টি মোহনায় বন্যার প্রতিক্রিয়া পরীক্ষা করেন।
এসব মডেল নিশ্চিত করেছে, মোহনার আকৃতি ও বাঁধের মাধ্যমে প্রকৃতির স্বাভাবিক ধারা যেভাবে বদলে দেওয়া হয়, সেটিই আসলে ঠিক করে দেয় ঢেউয়ের আচরণ কেমন হবে।
বাঁধের ওপর আছড়ে পড়া ঢেউ তার আকার ও সময়ের ওপর ভিত্তি করে ছোট হওয়ার বদলে আকারে বড় হয়ে যেতে পারে।
এ গবেষণায় অবদান রেখেছেন ‘ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা’ ও ‘ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটি’র গবেষকরা।