চীনা বিজ্ঞানীদের দাবি, চাঁদ থেকে আনা নমুনার মধ্যে থাকতে পারে ২৫ লাখ বছর পুরোনো এক আগ্নেয় শিলা।
Published : 25 Jun 2024, 05:35 PM
পৃথিবীতে ফিরে এসেছে চীনের তৈরি নভোযান চ্যাং’ই ৬, যার ফলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী পাশ থেকে নমুনা নিয়ে ফিরে আসার কৃতিত্ব অর্জন করেছে দেশটি।
২৫ জুন বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ২টায় উত্তর চীনের ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে চ্যাং’ই প্রত্যাবর্তন করে, যেটি জুনের শুরুতে চাঁদ থেকে সংগ্রহ করা নমুনা নিয়ে এসেছে।
চীনা বিজ্ঞানীদের দাবি, চাঁদ থেকে আনা নমুনার মধ্যে থাকতে পারে ২৫ লাখ বছর পুরোনো এক আগ্নেয় শিলা। পাশাপাশি, তারা আরেকটি বস্তু পাওয়ার আশা করছেন, যার মাধ্যমে চাঁদের দুই দিকে ভৌগলিক পার্থক্য নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব পাওয়ার সম্ভাবনা আছে।
চাঁদের কাছের পৃষ্ঠ, যা সব সময় পৃথিবীর দিকে মুখ করে থাকে, তা তুলনামূলক সমতল ও এর মধ্যে আঘাত থেকে তৈরি গর্তের সংখ্যাও কম। আর চাঁদের দূরবর্তী পাশ সবসময় পৃথিবীর বিপরীত দিকে মুখ করে থাকে।
স্কাই নিউজ বলছে, নমুনাগুলো আকাশপথে করে বেইজিংয়ে পাঠানোর পর সেগুলো বিশ্লেষণ করে দেখবেন চীনা ও বিদেশী বিজ্ঞানীরা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মিশনটি সফলভাবে শেষ করা চীনের মহাকাশ ও বৈজ্ঞানিক পরাশক্তি হওয়ার লক্ষ্যমাত্রার জন্য ‘যুগান্তকারী অর্জন’।
এর আগে ৪ জুন প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী পাশের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল চ্যাং’ই ৬। সে সময় চীনা মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’-এর কর্মকর্তারা বলেছিলেন, চাঁদের পৃষ্ঠ খনন করার জন্য একটি ড্রিল ও রোবোটিক হাত ব্যবহার করে সেখানকার শিলা ও মাটি সংগ্রহ করতে সফল হয়েছে মহাকাশযানটি।