গুগল অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি বন্ধ না করে, কেবল ভয়েস অ্যাক্টিভেশন বন্ধ করতে পারেন। ফলে, এটি শুধু কণ্ঠস্বরের মাধ্যমে চালু হবে না।
Published : 10 Dec 2024, 06:59 PM
ফোন, ট্যাব, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসেই থাকে গুগল অ্যাসিস্ট্যান্ট। এটি দরকারি হলেও, গুগলের এ ভার্চুয়াল সহকারী অনেক সময় হতে পারে বিরক্তির কারণ। কাজের মধ্যে নোটিফিকেশন আসা, বা এর পপ-আপ স্ক্রিনের অনেক আংশ জুড়ে দেখানো অনেকের পছন্দ নাও হতে পারে। আর এটি বন্ধ করাও সহজ।
কীভাবে নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
১. প্রথমে ফোনের গুগল অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান কোণায় নিজের প্রোফাইল ছবির ওপরে চাপুন।
৩. ‘সেটিংস’ অপশনটি বেছে নিন।
৪. ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ অপশনটি চালু করুন। প্রথমে ‘পপুলার সেটিংস’ সেকশন দেখাবে, এর কিছুটা নিচেই থাকবে ‘অল সেটিংস’ অপশন বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকবে।
৫. অল সেটিংস বিভাগ থেকে ‘জেনারেল’ অপশনে চাপুন।
৬. পরের স্ক্রিন থেকে ‘গুগল অ্যাসিট্যান্ট’-এর সুইচ ‘অফ’ অবস্থানে নিলেই অ্যাপটি বন্ধ হয়ে যাবে।
‘হেই গুগল’ ভয়েস কমান্ড বন্ধ করবেন যেভাবে
গুগল অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি বন্ধ না করে, কেবল ভয়েস অ্যাক্টিভেশন বন্ধ করতে পারেন। ফলে, এটি কণ্ঠস্বরের মাধ্যমে আর চালু হবে না।
১. প্রথমে ফোনের গুগল অ্যাপ চালু করুন।
২. ওপরের ডান কোণায় নিজের প্রোফাইল ছবির ওপরে চাপুন।
৩. ‘সেটিংস’ অপশনটি বেছে নিন।
৪. ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ অপশনটি চালু করুন।
৫. পপুলার সেটিংস বিভাগের নিচে ‘হেই গুগল অ্যান্ড ভয়েস ম্যাচ’ অপশনটি বেছে নিন।
৬. ‘হেই গুগল’ অপশনের সুইচটি ‘অফ’ অবস্থানে নিলেই সেটি বন্ধ হয়ে যাবে।