এ হামলার পরিকল্পনায় তাদের প্রযুক্তি ব্যবহার করায় দুঃখ প্রকাশ করেছেন চ্যাটজিপিটির মালিকানাধীন ওপেনএআইয়ের এক মুখপাত্র।
Published : 08 Jan 2025, 05:39 PM
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নতুন বছরের প্রথমদিনে ডনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরিত হয়েছে। তথ্যপ্রমাণ বলছে, এর পরিকল্পনায় সম্ভবত চ্যাটজিপিটি ব্যবহার করেন এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক সদস্য।
পুলিশ বলেছে, সাইবারট্রাকে কীভাবে বিস্ফোরক জোগাড় করতে পারেন, বিস্ফোরক ঘটানোর জন্য কত দ্রুত গুলি চালাতে হবে, বিস্ফোরক দ্রব্য পেতে তাকে কী উপায় বের করতে হবে– বিস্ফোরণ ঘটানোর আগে এমন সব প্রশ্ন চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন ৩৭ বছর বয়সী ম্যাথিউ অ্যালান লিভেলসবার্গার নামের ওই সেনা সদস্য।
“সবারই জানা, এআই আমাদের সবার জীবনের গল্পই কোনো না কোনো সময় বদলে দিতে পারে,” বলেছেন লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ শেরিফ কেভিন ম্যাকমাহিল।
“আমার ধারণা, যুক্তরাষ্ট্রের মাটিতে এটিই প্রথম ঘটনা, যেখানে কোনও ব্যক্তিকে একটি নির্দিষ্ট ডিভাইস তৈরিতে সহায়তা করেছে চ্যাটজিপিটি।”
গত সপ্তাহে বিস্ফোরণের পেছনে সন্দেহভাজন হিসেবে লিভেলসবার্গারকে শনাক্ত করে লাস ভেগাস পুলিশ। তারা নিশ্চিত করেছে, মাথায় নিজের বন্দুকের আঘাতে মৃত্যু হয়েছে তার।
কর্তৃপক্ষ বলেছে, পারিবারিক ডিএনএ ও দেহে ট্যাটু’সহ বিভিন্ন উপায়ে লিভেলসবার্গারের পোড়া দেহ শনাক্ত করতে পেরেছেন তারা।
মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীদের এক ভিডিওতে দেখা গেছে, সাইবারট্রাকের পেছন থেকে একটি ক্যান টেনে বের করছেন লিভেলসবার্গার এবং গাড়িটির যে অংশে বিস্ফোরক রয়েছে তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন তিনি।
সান ফ্রান্সিসকোর অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর ফিল্ড বিভাগের দায়িত্বে থাকা সহকারি স্পেশাল এজেন্ট কেনি কুপার বলেছেন, লিভেলসবার্গারের আত্মঘাতী বন্দুকের গুলি গাড়িতে থাকা আতশবাজি ও অন্যান্য বিস্ফোরক পদার্থ জ্বালিয়ে ‘জ্বালানী বায়ু বিস্ফোরণ’ ঘটিয়ে থাকতে পারে।
তিনি বলেছেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে কোনকিছু কেনার রেকর্ড বা শারীরিক প্রমাণ খুঁজে পাননি যা থেকে ইঙ্গিত মিলতে পারে কোনও ধরনের রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরণ বা অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করেছিলেন লিভেলসবার্গার।
এদিকে, এ হামলার পরিকল্পনায় তাদের প্রযুক্তি ব্যবহার করায় চ্যাটজিপিটির মালিকানাধীন ওপেনএআইয়ের এক মুখপাত্র দুঃখ প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম এনবিসি।
বিবৃতিতে তিনি বলেছেন, “আমরা এই ঘটনায় দুঃখিত এবং এআই টুলের দায়িত্বশীল ব্যবহার দেখতে চাই। আমাদের বিভিন্ন মডেল এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ক্ষতিকর নির্দেশনা সেখানে না থাকে। একইসঙ্গে কমিয়ে আনা হয়েছে ক্ষতিকর কনটেন্টও। এ ক্ষেত্রে, এরইমধ্যে ইন্টারনেটে প্রকাশ্যে ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সতর্কতা সরবরাহ করছে চ্যাটজিপিটি।”
ওপেনএআই এ তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করছে বলেও জানান ওই মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনায় চালক নিহত ও আহত হন আরও সাতজন। গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল টুরো নামের কার-শেয়ারিং অ্যাপের মাধ্যমে।