কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা খাতের বৈষম্য দূর করার দাবি জানান।
Published : 20 Apr 2025, 02:27 PM
ছয় দফা দাবি আদায়ে বগুড়া শহরে বিক্ষাভ ও সমাবেশ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টা থেকে এক ঘণ্টা বগুড়া পলিটেকনিকের সামনে শহরের কলোনি এলাকার সাতমাথা-বনানী সড়কে তারা এ কর্মসূচি পালন করে বলে জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবু সালেক জানান।
এতে সরকারি পলিটেকনিকের পাশাপাশি আরও চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
তারা শহরের প্রধান সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে অটোরিকশা, ইজিবাইক, বাস ও প্রাইভেট কারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
এদিকে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা খাতের বৈষম্য দূর এবং কুমিল্লায় সহপাঠীদের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান।
সরকার দাবি মেনে নিলে রাজপথ ছেড়ে দেওয়ার আশ্বাসও দেন তারা।
এর আগে শনিবার পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে রোববার মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
এছাড়া শুক্রবার দুপুরে ছয় দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি আদায়ে মশাল মিছিল করেন।
এর আগে ১৫ এপ্রিল শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে তারা ছয় দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, হাইকোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, আলাদা ‘কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়’ গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।
শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।