“কলের লাইনে দাবি করা ব্যক্তি আসল কি না, তা আমাদের প্রত্যেকেরই জানার অধিকার আছে,” বিবৃতিতে বলেন এফসিসি প্রধান জেসিকা রোজেনওয়ারসেল।
Published : 22 Aug 2024, 03:23 PM
সম্প্রতি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফসিসি’র অভিযোগ নিষ্পত্তির জন্য ১০ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডিপফেইক রোবকলের অনুমতি দেওয়া এক টেলিকম কোম্পানি।
জানুয়ারিতে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ভোটারদের কাছে বাইডেনের ভুয়া বার্তা পাঠানোর অভিযোগ উঠে ‘লিংগো টেলিকম’-এর বিরুদ্ধে, যেখানে তাদের ডেমোক্র্যাটিক দলের প্রাথমিক প্রচারণায় অংশ না নেওয়ার অনুরোধ করা হয়।
এফসিসি’র তদন্তে উঠে আসে, জেনারেটিভ এআই থেকে তৈরি এইসব কলের পেছনের ব্যক্তি ছিলেন রাজনৈতিক পরামর্শক স্টিভ ক্রেমার, যাকে এর আগে আলাদাভাবে ৬০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
লিংগো’র সঙ্গে এ নতুন নিষ্পত্তির বিষয়ে এফসিসি বলেছে, কোম্পানিটিকে এখন থেকে কঠোরভাবে নিজেদের কলার আইডি যাচাইকরণ নীতিমালা মেনে চলতে হবে, যার মধ্যে রয়েছে ‘নো ইয়োর কাস্টমার’ বিষয়ক নিয়মগুলোও।
এক সংবাদ বিবৃতি অনুসারে, লিংগোকে ‘গ্রাহক ও সরবরাহকদের দেওয়া তথ্যের যথার্থতা আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের’ শর্তও দিয়েছে এফসিসি। এ বিষয়ে প্রযুক্তি সাইট ভার্জ লিংগো’র এক মুখপাত্রের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি।
“কলের লাইনে দাবি করা ব্যক্তি আসল কি না, তা আমাদের প্রত্যেকেরই জানার অধিকার আছে,” বিবৃতিতে বলেন এফসিসি প্রধান জেসিকা রোজেনওয়ারসেল।
“এতে এআই প্রযুক্তি ব্যবহৃত হলে তা গ্রাহক, নাগরিক ও ভোটারদের পরিষ্কার করে বলা উচিৎ। আমাদের যোগাযোগ নেটওয়ার্কের বিশ্বাসযোগ্যতা ঝুঁকির মুখে থাকলে এফসিসি নিশ্চিতভাবেই এর বিপরীতে ব্যবস্থা নেবে।”
ফেব্রুয়ারিতে, প্রাপকের অনুমতি ছাড়া এআই ব্যবহার করে তৈরি রোবকলে নিষেধাজ্ঞা জারি করেছে এফসিসি, যার কিছুদিন আগেই নিউ হ্যাম্পশায়ারের এ ডিপফেইক কল নিয়ে অভিযোগ উঠেছিল। সম্প্রতি, রেডিও ও টিভি’তে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহারের তথ্য প্রকাশ করতে রাজনৈতিক বিজ্ঞাপনদাতাদের জন্যেও বিভিন্ন শর্ত প্রস্তাব করেছে সংস্থাটি।