চুক্তির ফলে ভোগ ম্যাগাজিনের বিভিন্ন কনটেন্ট নিজেদের পণ্যে ব্যবহার করতে পারবে চ্যাটজিপিটির মালিক কোম্পানি।
Published : 21 Aug 2024, 06:49 PM
ভোগ ম্যাগাজিন ও নিউ ইয়র্কার-এর মতো ব্র্যান্ডের মালিক কোম্পানি কন্দে নাস্ট-এর সঙ্গে কনটেন্ট বিষয়ক চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনএআই।
চুক্তির ফলে এসব ব্র্যান্ডের বিভিন্ন কনটেন্ট নিজেদের পণ্যে ব্যবহার করতে পারবে চ্যাটজিপিটির মালিক কোম্পানি।
ওপেনএআই মঙ্গলবার বহু বছরের এ অংশীদারিত্বটি ঘোষণা করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। তবে, চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।
গত কয়েক মাসে বিভিন্ন মিডিয়া ও কোম্পানি, যেমন ‘টাইম ম্যাগাজিন’, ‘ফাইনান্সিয়াল টাইমস’, বিজনেস ইনসাইডারের মালিক ‘অ্যাক্সেল স্প্রিংগার’, ফ্রান্সের ‘ল্য মঁদ’, স্পেনের ‘প্রিসা’ মিডিয়ার সঙ্গে একই ধরনের চুক্তিতে এসেছে ওপেনএআই।
কনটেন্ট নিয়ে এমন চুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্রশিক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। তবে, কিছু মিডিয়া যেমন, নিউ ইয়র্ক টাইমস, কনটেন্ট কপিরাইট বিষয়ক ঝামেলায় মাইক্রোসফট সমর্থিত কোম্পানিটির বিরুদ্ধে মামলাও করেছে।
“কৃত্রিম বুদ্ধিমত্তা যেন সংবাদের ক্ষেত্রে আরও বড় ভূমিকা রাখতে পারে, সত্য ও মানসম্মত প্রতিবেদন তৈরি করতে পারে, সেটি নিশ্চিত করার জন্যই কোম্পানি ‘কন্দে নাস্ট’সহ অন্যান্য সংবাদ প্রকাশকদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” – বলেছেন ওপেনএআই-এর চিফ অপারেটিং অফিসার ব্র্যাড লাইটক্যাপ।
কন্দে নাস্টের সিইও রজার লিঞ্চ কর্মীদের উদ্দেশ্যে এক মেমোতে বলেছেন, সংবাদ ও ডিজিটাল মিডিয়া গত এক দশকে তীব্র চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, কারণ অনেক প্রযুক্তি কোম্পানি প্রকাশকদের কনটেন্ট থেকে আয়ের রাস্তা নষ্ট করেছে।
“ওপেনএআইয়ের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সে ক্ষতির কিছু অংশ পূরণ করতে শুরু করবে।” – বলেন লিঞ্চ।