নিজস্ব সামাজিক প্ল্যাটফর্মগুলোয় ২০টির বেশি জেনারেটিভ এআইভিত্তিক সেবার পরীক্ষা করছে মেটা, যার মধ্যে আছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও।
Published : 07 Dec 2023, 07:38 PM
নিজস্ব ‘টেক্সট-টু-ইমেজ’ চ্যাটবট ‘ইমাজিন উইথ মেটা এআই’তে অদৃশ্য জলছাপ যোগ করার ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা।
ফেইসবুকের মালিক এ কোম্পানি বুধবার বলেছে, কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটবটে এ সুবিধাটি যুক্ত হচ্ছে।
সেপ্টেম্বরের শেষে গ্রাহকদের জন্য এআইভিত্তিক পণ্য বাজারে ছাড়তে শুরু করে মেটা। এর মধ্যে রয়েছে ফটো-রিয়েলিস্টিক ছবি তৈরির সক্ষমতাওয়ালা চ্যাটবট এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারা স্মার্ট গ্লাস।
এক ব্লগ পোস্টে মেটা লিখেছে, “আমাদের লক্ষ্য, ভবিষ্যতে এআইভিত্তিক ছবি তৈরি করা পণ্যে এমন অদৃশ্য জলছাপ যোগ করা।”
এ কোম্পানি বলছে, স্ক্রিনশট বা ক্রপিংয়ের মত ইমেজ ম্যানুপুলেশন ব্যবহার করা যাবে না এসব জলছাপে।
এর আগে জুলাইয়ে প্রকাশ পাওয়া মেটার শক্তিশালী ‘এলএলএম’ লামা ২’ এর ভিত্তিতে একটি কাস্টম মডেল ব্যবহার করা হত মেটা এআইতে।
নিজস্ব সামাজিক প্ল্যাটফর্মগুলোয় ২০টির বেশি জেনারেটিভ এআইভিত্তিক সেবা পরীক্ষা করছে মেটা, যার মধ্যে আছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইমাজিনের প্রবেশাধিকার চ্যাটিংয়ের বাইরে নেওয়ার চেষ্টা করছে ক্যালিফোর্নিয়াভিত্তিক এ কোম্পানি।