Published : 02 May 2023, 07:33 PM
নতুন ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট তৈরির উপায় সহজ করেছে টুইটারের বিকল্প হিসেবে পরিচিতি পাওয়া সামাজিক মাধ্যম মাস্টোডন।
বিকেন্দ্রিভূত এই সামাজিক নেটওয়ার্ক বলছে, নতুন ব্যবহারকারীদের এখন থেকে প্ল্যাটফর্মে থাকা হাজার হাজার সার্ভারের মধ্যে একটি বাছাইয়ের বদলে ‘মাস্টোডন ডটসোশাল’ সার্ভার থেকেও অ্যাকাউন্ট তৈরি করা যাবে।
সোমবার দেওয়া এই আপডেটের মানে এই নয় যে, মাস্টোডন নতুন ব্যবহারকারীর নির্দিষ্ট কোনো কমিউনিটিতে সাইন আপ করার সুযোগ বন্ধ করছে। বরং এটি তাদের সাইন আপ পেইজে ‘জয়েন মাস্টোডন ডটসোশাল’ বা ‘পিক মাই ওন সার্ভার’ নামে দুটি আলাদা উপায় দেখাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। সেবাটির ফ্ল্যাগশিপ ‘মাস্টোডন ডটসোশাল’ প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সার্ভার হলেও ব্যবহারকারী যে কোনো সময় এটি বদলাতে পারবেন বলে জানিয়েছে কোম্পানিটি।
এই পরিবর্তনের আগে মাস্টারডনে অ্যাকাউন্ট তৈরি কেবল ‘নিজের ইমেইল ও পাসওয়ার্ড তৈরির’ মতো সহজ বিষয় ছিল না। ব্যবহারকারী নিজের অ্যাকাউন্ট কোন ‘ইনস্ট্যান্স’ বা কমিউনিটিতে চালু রাখতে চান, প্রাথমিকভাবে সেটি বাছাই করতে হতো।
নতুন ব্যবহারকারীর কাছে অ্যাকাউন্ট তৈরির পদক্ষেপ কিছুটা ভীতিকর মনে হতে পারে। বিশেষ করে বর্তমানে এমন ১২ হাজারের বেশি ইনস্ট্যান্স বা সার্ভার রয়েছে, যেগুলোতে ব্যবহারকারী যোগ দিতে পারেন।
‘মাস্টোডন ডটওয়ার্ল্ড’ বা ‘মাস্টোডন ডটঅনলাইন’ কীসে যোগ দেওয়া উচিৎ? অথবা ‘বার্ডন ডটসোশাল’-এর মতো তুলনামূলক গোছানো সার্ভার? --এতগুলো সার্ভার থেকে একটি বাছাই নতুন ব্যবহারকারীর জন্য বিভ্রান্তিকর হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
এই পরিবর্তন প্ল্যাটফর্মের সেইসব ব্যবহারকারী ও সার্ভার অপারেটরকে হতাশ করতে পারে, যারা একে এমন এক ‘বিকেন্দ্রিভূত’ প্ল্যাটফর্ম হিসেবে ধরে রাখতে চান, যেটি কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয় না। আর এই প্রতিশ্রুতি দিয়েছিল মাস্টোডন নিজেই।
মাস্টোডনের প্রধান নির্বাহী ইউজিন রচকো বলছেন, নতুন ব্যবহারকারীর ‘সাইন আপ প্রক্রিয়া পেরোতে ও অন্যদের সঙ্গে আরও দ্রুত সংযোগ ঘটানোর বেলায়’ এই পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয়।
“আমরা বিশ্বাস করি, কেবল আদর্শগতভাবে নয় বরং নিজ যোগ্যতার ভিত্তিতে মাস্টোডনের একটি ভালো পণ্য হয়ে ওঠাও গুরুত্বপূর্ণ।” --পরিবর্তনের ঘোষণা দেওয়া পোস্টে লেখেন রচকো।
“কেবল বিকেন্দ্রীকরণ নিয়ে চিন্তা করা লোকদের আকৃষ্ট করতে গেলে আমাদের এই ব্যবস্থাকে মূলধারায় নেওয়ার বিষয়টি জটিল হয়ে উঠবে।”
নতুন এই অভিজ্ঞতার পাশাপাশি ‘উদ্ধৃতিমূলক’ পোস্ট, তুলনামূলক উন্নত কনটেন্ট, প্রোফাইল সার্চ ও নতুন গ্রুপের মতো বেশ কিছু ফিচার চালু করছে মাস্টোডন।
রচকো আরও বলেন, নিজেদের বিভিন্ন মডারেশন টুল উন্নত করার পাশাপাশি ‘বিকেন্দ্রীভূত ফিচারগুলোর সংঘাত এড়ানোর’ লক্ষ্যে কাজ করছে প্ল্যাটফর্মটি।
জ্যাক ডরসি সমর্থিত টুইটারের আরেক বিকেন্দ্রিকৃত বিকল্প প্ল্যাটফর্ম ব্লুস্কাই নিজস্ব কার্যক্রম শুরু করার মধ্যেই মাস্টোডনের এই পদক্ষেপ এলো। প্ল্যাটফর্মটি এখনও কেবল আমন্ত্রণের ভিত্তিতে ব্যবহৃত হলেও এরইমধ্যে জনপ্রিয় টুইটার অ্যাকাউন্ট ‘ড্রিল’ ও মার্কিন রাজনীতিবিদ আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ’সহ হাজার হাজার ব্যবহারকারী যোগ দিয়েছেন এতে।