Published : 28 Apr 2025, 06:08 PM
পাকিস্তান ও ভারতের মধ্যকার উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে নজর রাখছে চীন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে একথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার জেরে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজনৈতিক নেতারা
সাপ্তাহিক এই ছুটির সময়েও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। চীন, যুক্তরাজ্য ও ইরানের নেতাদের সঙ্গে টেলিফোনে আলাদা করে এরই মধ্যে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।
ফোনালাপে তারা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘ভিত্তিহীন প্রচার ও একতরফা নানা পদক্ষেপের’ বিশেষ করে ভারতের সিন্ধুর পানিবন্টন চুক্তি স্থগিতের বিষয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুক্তরাজ্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ইসলামাবাদের জাতীয় স্বার্থ রক্ষায় অটল অবস্থানের ওপর জোর দেওয়ার পাশাপাশি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখার ওপরও জোর দেন।
দারের সঙ্গে এই আলাপেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উদ্ভূত পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখার কথা জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবিচল প্রচেষ্টায় চীনের অটল সমর্থন থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
ওয়াং বলেন, “পাকিস্তানের সঙ্গে দৃঢ় বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ এবং সর্বকালের কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসাবে চীন পুরোপুরিভাবেই পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বুঝতে পারে এবং তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের সুরক্ষা প্রচেষ্টাকে সমর্থন করে।”
তিনি আরও বলেন, “চীন (হামলার ঘটনা) দ্রুত ও বস্তুনিষ্ঠ তদন্তের পক্ষে। চীন মনে করে, চলমান সংঘাত ভারত বা পাকিস্তান কোনও পক্ষেরই মৌলিক স্বার্থ রক্ষা করবে না এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার জন্যও অনুকূল হবে না।”
ভারত ও পাকিস্তান দু’পক্ষই সংযত থাকবে এবং উত্তেজনা প্রশমন করতে একযোগে কাজ করবে বলে আশা প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।