বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ সিরিজ
Published : 28 Apr 2025, 06:06 PM
দুর্দান্ত বোলিংয়ে জয়ের ভিতটা গড়ে দিলেন আল ফাহাদ। একাই ৬ উইকেট নিয়ে অল্পতে গুটিয়ে দিলেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে। পরে রান তাড়ায় জ্বলে উঠলেন জাওয়াদ আবরার। তার বিধ্বংসী সেঞ্চুরিতে স্বাগতিকদের উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
কলম্বোয় সোমবার দ্বিতীয় যুব ওয়ানডেতে বাংলাদেশের জয় ৯ উইকেটে। প্রতিপক্ষকে ২১১ রানে থামিয়ে ৯৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধস নামিয়ে ৪৪ রান খরচায় ৬ উইকেট নেন ফাহাদ। যুব ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় বোলার তিনি। তবে পেস বোলিংয়ে ৬ উইকেট শিকারের কীর্তি ফাহাদেরই প্রথম।
দলের জয় সঙ্গে নিয়ে ফেরা জাওয়াদ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে করেন ১৩০ রান। এই ওপেনারের ১০৬ বলের ইনিংসটি গড়া ৬টি ছক্কা ও ১৪টি চারে।
ইনিংসটি খেলার পথে চার-ছক্কা মেরেই ৯২ রান করেন জাওয়াদ, যুব ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা রেকর্ড। আগের সেরা ছিল পিনাক ঘোষের, ৯০ রান।
অধিনায়ক আজিজুল হাকিমকে নিয়ে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে কাঙ্ক্ষিত জয়ে এনে দেন জাওয়াদ। যুব ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটি। আগের রেকর্ড ছিল এনামুল হক ও লিটন দাসের ১৭৯ রানের জুটি।
আজিজুলের ব্যাট থেকে আসে ৩ ছক্কা ও ৫ চারে ৮৯ বলে ৬৯ রান।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কাকে আগ্রাসী শুরু এনে দেন দুলনিথ সিগেরা। ৩ চারে ১৪ বলে ২৩ রান করা এই ওপেনারকে কট বিহাইন্ড করে শিকার শুরু করেন ফাহাদ।
পরে দ্রুত দুই ব্যাটসম্যানকে বোল্ড করে প্রতিপক্ষকে আরও চেপে ধরেন ইকবাল হোসেন ও সামিউন বাশির। ৪৯ রানে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কাকে এরপর কিছুটা সময় পথে রাখেন দিমান্থা মাহাভিথানা ও চামিকা হিনাতিগালা। তাদের জুটিতে আসে ৫৩ রান।
পরে হিনাতিগালার সঙ্গে দিনুরা দামসিথের ৮১ রানের জুটিতে দুইশর কাছাকাছি পৌঁছে যায় শ্রীলঙ্কা। থিতু এই দুই ব্যাটসম্যানকে তিন বলের মধ্যে ফিরিয়ে দেন ফাহাদ। ২ ছক্কা ও ৩ চারে ৪৭ রান করেন দামসিথ। ২ চারে ৫১ রান করেন হিনাতিগালা।
শেষ দিকে ফাহাদের ছোবলে ঝড় তুলতে পারেনি লঙ্কানরা। এক ওভারে তিন উইকেট নিয়ে প্রতিপক্ষকে দুইশ পেরুতেই গুটিয়ে দেন এই পেসার।
বাংলাদেশের রান তাড়ায় প্রথম ডেলিভারিটি হয় ‘নো বল’, কোনো রান নিতে পারেননি জাওয়াদ। পরের বলেই ছক্কায় রানের খাতা খোলেন তিনি। ওভারের শেষ বলে আরেকটি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটসম্যান।
নিমসারাকে এক ওভারে তিনটি চার মারেন জাওয়াদ। পরের ওভারে কালাম সিদ্দিকিকে হারিয়ে ফেলে বাংলাদেশ, ভাঙে ৩৫ রানের উদ্বোধনী জুটি।
এরপর শুরু হয় জাওয়াদ ও আজিজুলের রেকর্ড জুটির পথচলা। চমৎকার ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন দুইজন। আজিজুল কিছুটা মন্থর হলেও জাওয়াদ মনোযোগ দেন দ্রুত রান তোলায়।
৩৩ বলে ফিফটি করা জাওয়াদের সামনে যেন অসহায় হয়ে পড়ে লঙ্কান বোলাররা। তাদের ওপর ছড়ি ঘুরিয়ে ৭৩ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করেন জাওয়াদ।
কয়েক ওভার পর ৭৭ বলে পঞ্চাশ করেন আজিজুল। দলের জয়সূচক বাউন্ডারিটিও আসে তার ব্যাট থেকে।
৬ ম্যাচ সিরিজের তৃতীয়টি বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৮.৫ ওভারে ২১১ (সিগেরা ২৩, মাহাভিথানা ৩৯, ওয়েকুনাগোদা ৫, দিন্সারা ৭, হিনাতিগালা ৫১, দামসিথ ৪৭, গামাগে ৭, ভিদানাপাথিরানা ১০, নিমসারা ৯*, আকাশ ০, মাথুলান ০; ফাহাদ ৯.৫-১-৪৪-৬, ইকবাল ৭-০-৩৭-২, সামিউন ১০-১-২৮-১, ফারহান ৯-০-৩৯-০, দেবাশিষ ৩-০-১৫-০, আজিজুল ৮-০-২৬-১, রিজান ২-০-১৭-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩৪.৩ ওভারে ২১৫/১ (জাওয়াদ ১৩০*, কালাম ৫, আজিজুল ৬৯*; মাথুলান ৬-০-৪৫-১, নিমসারা ৩-১-২৩-০, গামাগে ৫-০-২২-০, হিনাতিগালা ৪-০-২৮-০, আকাশ ৭-০-৩৮-০, সিগেরা ৫.৩-০-৩৪-০, ভিদানাপাথিরানা ৪-০-২১-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী
সিরিজ: ৬ ম্যাচের সিরিজ ১-১ সমতায়