মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে, বিশেষ করে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমন অঙ্গরাজ্যগুলোয়, বেশ কিছু উপায়ে অর্থ ঢালছেন মাস্ক, যার একটি হল প্রগ্রেস ২০২৮।
Published : 30 Oct 2024, 04:48 PM
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন নাগরিকদের মালিকানাধীন আগ্নেয়াস্ত্র ‘বাইব্যাকে’র মাধ্যমে ফেরত নেবেন এবং বেআইনী অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পথ সহজ করছেন, এমন বিজ্ঞাপন প্রচারিত হয়েছে নির্বাচনের সুইং স্টেটগুলোয়।
নতুন তথ্য বলছে, এইসব বিজ্ঞাপনের পেছনে রয়েছে ইলন মাস্কের অর্থ।
এইসব বিজ্ঞাপন দেখতে অনেকটা হ্যারিসপন্থী বলে মনে হলেও এগুলো আসলে ‘প্রগ্রেস ২০২৫’ নামের এক প্রচারণার অংশ, যা এমনভাবে নকশা করা, যাতে মনে হয় ডেমোক্র্যাটিক দলের সদস্যরা হেরিটেজ ফাউন্ডেশনের ‘প্রজেক্ট ২০২৫’ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন।
প্রকৃতপক্ষে ‘বিল্ডিং আমেরিকা’স ফিউচার’ নামের এক ট্রাম্পপন্থী সুপার প্যাক এর অর্থায়ন করেছে, যেখানে আর্থিক সহায়তা দিয়েছেন ইলন মাস্কও।
৪০৪ মিডিয়া’র প্রতিবেদন অনুসারে, বিল্ডিং আমেরিকা’স ফিউচার এমন এক বিজ্ঞাপনী প্রচারণার বিস্তার ঘটাচ্ছে, যা তৈরি হচ্ছে বিভিন্ন সুইং স্টেটে অনিশ্চয়তার মধ্যে থাকা ভোটারদের লক্ষ্য করে।
গত সপ্তাহজুড়ে এমন ডজনখানেক ফেইসবুক বিজ্ঞাপনের পেছনেই খরচ হয়েছে তিন লাখ ডলারের বেশি, যেখানে আংশিকভাবে নজর দেওয়া হয়েছে ৮১৯ শ্রেণিভূক্ত দর্শকদের ওপর।
“এমন এক জগত কল্পনা করুন, যেখানে ‘আমেরিকান ড্রিম’-এর কোনো সীমানা নেই,” উল্লেখ রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমানায় আটকে থাকা অভিবাসীদের ছবি দেখানো এক বিজ্ঞাপনে।
আরেক বিজ্ঞাপনে উল্লেখ আছে, ‘হ্যারিস শুধু ‘গ্রিন নিউ ডিলে’র সমর্থকই নন’, বরং তিনি ‘তেলবিহীন যানবাহনের বিশ্ব’ গড়ে তোলার পক্ষেও সমর্থন করেন বলে দাবি করেছেন।
বিজ্ঞাপনগুলো একেবারে নিখুঁত না হলেও এতে কখনও কখনও অভিবাসনের মতো বিতর্কিত বিষয়গুলোতে হ্যারিসের অবস্থান ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে উঠে এসেছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে।
অলাভজনক সংস্থা ওপেনসিক্রেটস-এর পাওয়া ডকুমেন্ট অনুসারে, বিল্ডিং আমেরিকা’স ফিউচার প্রকল্পটি সম্ভবত মাস্কের কাছ থেকে অর্থায়ন পেয়েছে, যা সেপ্টেম্বরের শেষে ‘প্রজেক্ট ২০২৮’ ছদ্মনামে নিবন্ধিত হয়েছে।
বিভিন্ন সুইং স্টেটের ভোটারদের লক্ষ্য করে প্রচারণা দলটিকে এর আগেও বিভ্রান্তিকর বিজ্ঞাপন চালাতে দেখা গেছে। এর মধ্যে একটি বিজ্ঞাপন ছিল মিশিগান অঙ্গরাজ্যের মুসলিম এবং আরব ভোটারদের উদ্দেশ্যে, যেখানে হ্যারিসকে ইসরায়েলের ‘অবিচল মিত্র’ বলে দাবি করা হয়। আর এতে তার স্বামী ডগ এমহফ, যিনি একজন ইহুদি, তাকেও হ্যারিসের একজন পরামর্শক বলে উল্লেখ করা হয়।
এ প্যাকের আরেকটি বিজ্ঞাপন ছিল পেনসিলভানিয়ার ইহুদি ভোটারদের লক্ষ্য করে। এতে দাবি করা হয়, “দুমুখো কমলা হ্যারিস আসলে ইসরায়েলের মিত্র নয়, বরং ফিলিস্তিনের পক্ষে।”
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে, বিশেষ করে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমন অঙ্গরাজ্যগুলোয়, বেশ কিছু উপায়ে অর্থ ঢালছেন মাস্ক, যার একটি হল প্রগ্রেস ২০২৮।
বিভিন্ন সুইং স্টেট থেকে বাছাই করা ভোটারদের ১০ লাখ ডলার করে অনুদান দিয়ে আসছে মাস্কের আমেরিকা প্যাক, যাকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছেন বেশ কয়েকজন প্রচারণা সংশ্লিষ্ট আর্থিক বিশেষজ্ঞ।