ইউটিউব মিউজিকে সম্প্রতি প্রকাশ পেলেও এ ধরনের ফিচারের ধারণা একেবারে নতুন নয়।
Published : 26 May 2024, 05:44 PM
অবশেষে প্রতীক্ষিত একটি ফিচার প্রকাশ পেতে যাচ্ছে ইউটিউব মিউজিক অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে। এ ফিচারের মাধ্যমে গানের সুর গুনগুন করে বা বাদ্যযন্ত্রে বাজিয়েই সেটি খুঁজতে পারবেন ব্যবহারকারীরা।
মার্চ মাস থেকে এ প্রযুক্তিটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে প্রযুক্তি সাইট ৯টু৫গুগলকে উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
ফিচারটি ব্যবহার করা জন্য ব্যবহারকারীদের প্রথমে স্ক্রিনের ওপরের ডান কোণায় ম্যাগনিফাইং গ্লাস আইকনে চাপ দিয়ে সার্চ অপশন চালু করতে হবে। এরপরে মাইক্রোফোন আইকনের ঠিক পাশে ‘ওয়েবফর্ম’ বা তরঙ্গের মতো দেখতে আইকনে চাপ দিয়ে গানের সুর গুনগুন করে গাইতে শুরু করুন। অনুসন্ধান শেষ হয়ে গেলে পরের পেইজে গানের নাম, শিল্পীর নাম, অ্যালবাম ও কভার আর্ট, প্রকাশের বছর এবং গান বিষয়ে অন্যান্যশ জরুরী তথ্য দেখাবে।
সফটওয়্যারটি পিক্সেলের ‘নাও প্লেয়িং’ ফিচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যা এআই ব্যবহার করে ‘মূল রেকর্ডিংয়ের সঙ্গে শব্দ মেলাতে পারে।’
ফিচারটি অ্যান্ড্রয়েডের জন্য ইউটিউব মিউজিকের ৭.০২ সংস্করণের সার্ভার-সাইড আপডেটে এসেছে।
আইওএস অপারেটিং সিস্টেমে প্রকাশের বিষয়ে কোনো তথ্য পাওয়া না গেলেও, ভবিষ্যতে সেখানেও আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
ইউটিউব মিউজিকে সম্প্রতি প্রকাশ পেলেও এ ধরনের ফিচারের ধারণা একেবারে নতুন নয়। ২০২০ সালে গুগল সার্চ একই ধরনের টুল চালু করেছিল, এবং গত বছর থেকে ইউটিউবের মূল অ্যাপও এমন ফিচার নিয়ে এসেছিল।
এ ছাড়া, সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজার-এরও একটি ‘হাম টু সার্চ’ টুল রয়েছে, যা ২০২২ সালে প্রকাশ পেয়েছিল।