ক্যারেক্টার ডটএআই এরইমধ্যে এমন সুবিধা দিচ্ছে। মজার বিষয় হল, স্টার্টআপ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা নাওম শাজির একজন সাবেক গুগল প্রকৌশলী।
Published : 26 Jun 2024, 02:34 PM
বিভিন্ন তারকা ও ইউটিউব ইনফ্লুয়েন্সারদের ওপর ভিত্তি করে নতুন এআই চ্যাটবট বানাচ্ছে গুগল, এমনই উঠে এসেছে এক প্রতিবেদনে।
তবে এ ধারণাটি একেবারে নতুন, বিষয়টি এমন নয়। ‘ক্যারেক্টার ডটএআই’র মতো স্টার্টআপ ও মেটার মতো কোম্পানিগুলো এরইমধ্যে একই ধরনের পণ্য চালু করেছে। তবে, এদের কোনোটিই এখন পর্যন্ত গুগলের এআই পরিকল্পনার অংশ নয়।
সোমবার মার্কিন সংবাদ সাইট ‘দ্য ইনফর্মেশন’-এর প্রতিবেদনে লিখেছে, গুগলের সেলিব্রিটি চ্যাটবটগুলোতে থাকবে কোম্পানির নিজস্ব এআই চ্যাটবট জেমিনাইয়ের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো।
এদিকে, তারকাদের পাশাপাশি ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও চুক্তি করার চেষ্টা করছে এই ওয়েব জায়ান্ট। আর তারা লোকজনকে নিজস্ব চ্যাটবট তৈরির একটি ফিচার নিয়েও কাজ করছে, যেখানে ব্যবহারকারীকে শুধু নিজের ব্যক্তিত্ব ও বেশভূষা সম্পর্কে ব্যাখ্যা করতে হয়।
তবে, ক্যারেক্টার ডটএআই এরইমধ্যে এমন সুবিধা দিচ্ছে। মজার বিষয় হল, স্টার্টআপ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা নাওম শাজির একজন সাবেক গুগল প্রকৌশলী ও ‘টার্ন্সফর্মার্স’ নামে পরিচিত এআইয়ের একেবারের গোড়ার প্রযুক্তির নির্মাতাদের একজন, যার হাত ধরে হালের জেনারেটিভ এআই প্রযুক্তি আনা সম্ভব হয়েছে।
তবে, গুগল কোন তারকা বা ইনফ্লুয়েন্সারদের সঙ্গে জোট বাঁধতে পারে, তা এখনও পরিষ্কার নয়। উদাহরণ হিসেবে, মেটার বিভিন্ন চ্যাটবট তৈরি হয়েছে টিকটক তারকা চার্লি ডি’এমেলিও, ইউটিউব তারকা মিস্টার বিস্ট, মার্কিন র্যাপার, পডকাস্টার স্নুপ ডগ, রাগবি তারকা টম ব্রেডি ও মডেল প্যারিস হিলটন’সহ আরও অনেকের ভিত্তিতে।
অন্যদিকে, ক্যারেক্টার ডটএআই’র তৈরি করা বিভিন্ন চরিত্রের মধ্যে রয়েছে রাজনীতিবিদ, দার্শনিক, কাল্পনিক চরিত্র এমনকি পনিরের টুকরার মতো জড় পদার্থ, যা কথা বলতে পারে।
প্রতিবেদন অনুসারে, গুগলের এ প্রকল্পে নেতৃত্ব দিয়ে আসছেন কোম্পানির দীর্ঘ সময়ের নির্বাহী কর্মকর্তা রায়ান জার্মিক, যিনি ‘গুগল ডুডলস’-এ কাজ করেন। এ দলটিতে এখন ১০ জন কাজ করছেন। এমনকি এইসব বট নিয়ে গুগলের কাজ করার বিষয়টি নিছক পরীক্ষাও হতে পারে, যেখানে বটগুলো বিস্তৃতভাবে চালু হওয়ার পরিবর্তে সেগুলোকে স্রেফ ‘গুগল ল্যাবস’-এ দেখা যেতে পারে, যা কোম্পানিটির বিভিন্ন পরীক্ষামূলক পণ্য দেখার ওয়েবসাইট।