জিবলি এআই ফিচারের এমন ব্যাপকহারে ব্যবহারের ফলে ওপেনএআইনের কপিরাইট লঙ্ঘন নিয়েও প্রশ্ন উঠেছে।
Published : 02 Apr 2025, 04:04 PM
চ্যাটজিপিটির ইমেজ জেনারেশন টুল ব্যবহার করে জিবলি স্টাইলের এআই আর্ট তৈরির উন্মাদনা গত সপ্তাহে ওপেনএআইয়ের চ্যাটবটের ব্যবহারকারীদের সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়িয়েছে। এক পর্যায়ে ঘণ্টায় ১০ লাখ ব্যবহারকারী ছিলেন প্ল্যাটফর্মটিতে।
ওপেনএআইয়ের সর্বশেষ এআইনির্ভর জিপিটি-৪ও ব্যবহার করে তৈরি জিবলি ইন্টারনেটে সুনামির মতো আঘাত হানার কারণে কোম্পানিটির বিভিন্ন সার্ভারেও চাপ পড়ে। এরপরই সাময়িকভাবে ব্যবহারকারীদের জন্য জিবলি ব্যবহারের সীমা নির্ধারণ করে দিয়েছিল ওপেনএআই।
ভাইরাল ট্রেন্ডের ফলে গোটা বিশ্বের ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় জাপানি অ্যানিমেশন ‘স্টুডিও জিবলি’র স্টাইলে হাতে আঁকা ছবি দিয়ে ভরে উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
‘স্টুডিও জিবলি’ প্রতিষ্ঠা করেছেন বিখ্যাত পরিচালক হায়াও মিয়াজাকি। ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘মাই নেইবার তোতোরো’-এর মতো সিনেমার জন্যও পরিচিত জনপ্রিয় এই জাপানি অ্যানিমেশন স্টুডিওটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘সিমিলারওয়েব’-এর তথ্য অনুসারে, এ বছর প্রথমবারের মতো ওপেনআইয়ের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর গড় সংখ্যা ১৫ কোটির মাইলফলক ছাড়িয়েছে।
বিষয়টিকে দুই বছরেরও বেশি আগে চ্যাটজিপিটি চালুর পর প্রথম পাঁচ দিনে ১০ লাখ ব্যবহারকারী পাওয়ার সঙ্গে তুলনা করেছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান।
সোমবার এক এক্স পোস্টে তিনি বলেছেন, “আমরা এখন কেবল এক ঘণ্টায়ই ১০ লাখ ব্যবহারকারী পেয়েছি।”
সম্প্রতি ডেটা বিশ্লেষক কোম্পানি ‘সেন্সরটাওয়ার’-এর তথ্য বলছে, গত সপ্তাহে কোম্পানিটির জিপিটি-৪ও মডেলের আপডেট চালুর পর তাদের সক্রিয় ব্যবহারকারী, ইন অ্যাপ সাবস্ক্রিপশন রাজস্ব ও বিভিন্ন অ্যাপ ডাউনলোড সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।
সেন্সরটাওয়ার আরও বলেছে, চ্যাটজিপিটি অ্যাপের বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোড ও সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে ১১ শতাংশ ও ৫ শতাংশ বেড়েছে, যেখানে ওপেনএআইয়ের ইন অ্যাপ রাজস্ব বেড়েছে ৬ শতাংশ।
রয়টার্স লিখেছে, জিবলি এআই ফিচারের এমন ব্যাপকহারে ব্যবহারের ফলে ওপেনএআইনের কপিরাইট লঙ্ঘন নিয়েও প্রশ্ন উঠেছে।
নিজেদের বিভিন্ন এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ডেটা ও এর সর্বশেষ ফিচারটির কপিরাইট বৈধতা সম্পর্কে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই।
গত সপ্তাহে জিবলি ট্রেন্ডটি ছড়িয়ে পড়ার পর ‘স্টুডিও জিবলি’র সহ প্রতিষ্ঠাতা মিয়াজাকির ২০১৬ সালে দেওয়া এআই দিয়ে তৈরি ছবি নিয়ে করা মন্তব্য আবার উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।
ওই সময় এআই জেনারেটেড ছবি নিয়ে মিয়াজাকি বলেছিলেন, “আমি এসব নিয়ে খুবই বিরক্ত”।
“আমি কখনই এই প্রযুক্তিটিকে আমার কাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই না।”