ডার্ক মোড দারুণ এক ফিচার। এটি চালু করলে গোটা ফোনের সিস্টেম, অথবা নির্দিষ্ট কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড গাঢ় রঙের হয়ে যায়।
Published : 12 Jun 2024, 02:03 PM
বেশ কয়েক বছর আগে অ্যাপল ও গুগল নিজেদের আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে ‘লাইট’ ও ‘ডার্ক’ মোডের অপশন চালু করেছিল। সে সময়ে ব্যপক সাড়া ফেলেছিল ফোনের থিম বদলানোর এ সুযোগ।
এখন এ অপশন ফোনের সিস্টেম অ্যাপসের বাইরে, থার্ড পার্টি বিভিন্ন অ্যাপের বেলাতেও ব্যবহার করা যায়। ঠিক যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাট-এ সহজেই চালু করা যাবে ডার্ক মোড।
ডার্ক মোড দারুণ এক ফিচার। এটি চালু করলে গোটা ফোনের সিস্টেম, অথবা নির্দিষ্ট কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড কালো বা প্রায় কালো রঙের হয়ে যায়।
রাতে ফোনের স্ক্রিন থেকে আসা আলো সহনশীল করতে, কনটেন্ট ভালোভাবে দেখার জন্য, অন্ধকার করে ঘরে অন্য কাউকে বিরক্ত না করতে বা কেবল নিজের পছন্দের জন্যই একজন ব্যবহারকারী এ অপশনটি বেছে নিতে পারেন।
আইফোন বা অ্যান্ড্রয়েড, উভয় ক্ষেত্রেই স্ন্যাপচ্যাটে ডার্ক মোড চালু করার পদক্ষেপগুলো একই বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।
চলুন দেখে নেওয়া যাক কীভাবে স্ন্যাপ চ্যাটের ব্যকগ্রাউন্ড পরিবর্তন করবেন।
১. প্রথমে ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটি চালু করুন।
২. এরপরে স্ক্রিনের ওপরে বাম কোণায় নিজের ‘বিটমোজি প্রোফাইল অ্যাভাটার’-এ ক্লিক করুন। এখান থেকে স্ন্যাপ প্রোফাইল চালু হবে।
৩. প্রোফাইন স্ক্রিন থেকে, ওপরের ডান কোণায় ‘সেটিংস’ আইকনে চাপ দিন।
৪. সেটিংস পৃষ্ঠায়, ‘মাই অ্যাকাউন্ট’ বিভাগের নিচে স্ক্রল করে ‘অ্যাপ অ্যাপিয়ারেন্স’ অপশনটি চালু করুন।
৫. এবার কয়েকটি অপশন আসবে, সেখান থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে পারবেন।
ম্যাচ সিস্টেম: এটি বেছে নিলে স্মার্টফোনের কাস্টম ব্যকগ্রাউন্ড অপশনের সঙ্গে স্ন্যাপচ্যাটের ব্যাকগ্রাউন্ডের রং মিলে যাবে।
অলওয়েজ লাইট: এটি অ্যাপের ডিফল্ট সেটিং হিসেবে থাকে। এতে অ্যাপটি সবসময় ‘লাইট’ মোডে দেখা যায়।
অলওয়েজ ডার্ক: এটি বেছে নিলে স্ন্যাপচ্যাটের ব্যাকগ্রাউড ডার্ক মোডে বদলে যাবে।
কাস্টম: এ অপশনের মাধ্যমে নিজের পছন্দের একটি কাস্টম অ্যাপ থিম তৈরি করে নিতে পারবেন ব্যবহারকারীরা। তবে, এর জন্য কিনতে হবে ‘স্ন্যাপ চ্যাট প্লাস মেম্বারশিপ’।
ডার্ক মোড চালু করার জন্য ‘অলওয়েজ ডার্ক’ অপশনটিতে চাপ দিন। এরপর ‘রিস্টার্ট নাও’ অপশন আসবে, সেটি চাপ দিলে অ্যাপটি আবার চালু হবে, এবং অ্যাপটি ডার্ক থিমে দেখা যাবে।