এ বাটনে চাপ দিলে এরইমধ্যে ব্যবহারকারীর নাম্বার টাইপ করা ব্যক্তিদের নাম চলে আসে গুগল সার্চে, যা জায়গা পেয়েছে ‘ব্লক’ ও ‘হিস্ট্রি’র মতো অপশনের সঙ্গে।
Published : 08 Apr 2024, 07:07 PM
নিজেদের ‘ফোন’ অ্যাপের বেটা সংস্করণে ‘লুকআপ’ নামের নতুন এক বাটন পরীক্ষা করছে সার্চ জায়ান্ট গুগল।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট বলছে, ফিচারটি এতটাই সহজ ও উপকারী যে, অনেকেরই প্রশ্ন, এটি গত দশ বছরে আসেনি কেন। কারণ ব্যবহারকারীকে সাম্প্রতিক ফোন করতে চাওয়া বিভিন্ন অপরিচিত নাম্বার দেখা যায় এর মাধ্যমে।
গুগল ফোন অ্যাপের বেটা সংস্করণে এ নতুন ‘লুকআপ’ বাটন চালুর বিষয়টি পিক্সেলবিষয়ক সংবাদ সাইট পিউনিকাওয়েব’কে বলেছেন এক্স ব্যবহারকারী ‘অ্যাসেম্বলডিবাগ’, যে বাটনে চাপ দিলে এরইমধ্যে ব্যবহারকারীর নাম্বার টাইপ করা ব্যক্তিদের নাম চলে আসে গুগল সার্চে।
পিক্সেল ফোনে ডিফল্ট হিসেবেই গুগল ফোন অ্যাপ চালু থাকে। আর অন্যান্য অ্যান্ড্রয়েন্ড ফোন ব্যবহারকারীও অ্যাপটি ডাউনলোড করতে পারেন। নতুন লুকআপ বাটনটি জায়গা পেয়েছে ‘ব্লক’ ও ‘হিস্ট্রি’র মতো অপশনের সঙ্গে, যা দেখা যায় ফোন অ্যাপের সাম্প্রতিক কোনও কলে চাপ দিলে।
সাম্প্রতিককালে বিভিন্ন এমন জাল ফোন নাম্বার, যেগুলো দেখতে একেবারে স্থানীয় কোনও নাম্বারের মতো, সেগুলো থেকে স্প্যাম কলের প্রবণতা বেড়েছে। তবে এনগ্যাজেট বলছে, ফিচারটি দেখলে মনে হয়, এটি প্রায় পাঁচ বছর দেরিতে চালু হচ্ছে।
Google Pixel Phone app to get 'Lookup' feature to identify recent unknown callers and some UI tweaks for the emergency in-call screen
Read - https://t.co/QSHpOqzlV1
????️ Flags are shared in the post for rooted users ✓#Google #Android pic.twitter.com/gIMJhT8dNX
— AssembleDebug (@AssembleDebug) April 5, 2024
অ্যাসেম্বলডিবাগের তথ্য অনুসারে, জিমেইল অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ‘জেমিনাই’ভিত্তিক ইমেইল সারাংশ যোগ করতে পারে গুগল। এ ছাড়া, তার পোস্টে দেওয়া স্ক্রিনশট অনুসারে, ফিচারটিতে ইমেইলের ‘সাবজেক্ট লাইনের’ নিচেও একটি বাটন থাকবে বলে ধারণা করা হচ্ছে।
Gmail app readying 'Summarize this email' feature powered by Gemini AI on Android
Read - https://t.co/clWBLuQs1p#Gmail #Android pic.twitter.com/TVtylD37ZH
— AssembleDebug (@AssembleDebug) April 5, 2024
পিউনিকাওয়েব প্রতিবেদনে লিখেছে, বাটনটির কোনও কার্যকারিতা সম্পর্কে এখনও কোনও তথ্য না পাওয়া গেলেও জিমেইলের তিন ডটওয়ালা মেনুর মধ্যে নতুন জেমিনাই মেনু থাকার সম্ভাবনা আছে।
অন্যদিকে, জেমিনাইয়ের অ্যান্ড্রয়েড সংস্করণের অ্যাপটি ব্যবহারকারীর জন্য মেইলের সারসংক্ষেপ তৈরি করে। তবে, এক্ষেত্রে একটি গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট থাকতে হয়।
তবে এনগ্যাজেট বলছে, সরাসরি জিমেইল অ্যাপে জেমিনাইয়ের সুবিধা থাকলে ভালো হতো, যা এরইমধ্যে চালু হয়েছে সেবাটির ওয়েব সংস্করণে।