“এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েলটাইম ডেটায় একসেস রয়েছে গ্রাহকের, যার ফলে অন্যান্য মডেলের তুলনায় অনেক এগিয়ে রয়েছে চ্যাটবটটি।”
Published : 06 Nov 2023, 01:46 PM
ইলন মাস্ক বলেছেন, তার এআই স্টার্টআপ এক্সআই যুক্ত হবে তারই সামাজিক মাধ্যম এক্স-এর সঙ্গে। পাশাপাশি এটি পাওয়া যাবে পৃথক অ্যাপ হিসাবেও।
গ্রক নামের চ্যাটবট প্রকাশ করেছে এক্সএআই, যা স্টার্টআপটির প্রথম এআই মডেল এবং সেটি শুক্রবার এক্স-এর সকল প্রিমিয়াম প্লাস গ্রাহকের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন এই উদ্যোক্তা।
শুরু থেকেই ‘মানবজাতির জ্ঞান অন্বেষণে সহায়তা’ করার লক্ষ্যে এআই প্রযুক্তি নির্মাণ করার কথা বলে আসছে স্টার্টআপটি এবং তার ধারাবাহিকতায় বুদ্ধিদীপ্ত জবাব দিতে তৈরি করা হয়েছে গ্রককে – প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বিগ টেক কোম্পানিগুলো যেভাবে এআই প্রযুক্তিগুলোকে নিয়ন্ত্রণ করছে বরাবরই তার সমালোচনা করে মাস্ক জুলাইয়ে নিজের স্টার্টআপ এক্সএআইয়ের যাত্রা শুরু করেন। সেটিকে “সর্বাধিক সত্যান্বেষী এআই” দাবি করে মাস্ক বলেন সেটি প্রতিদ্বন্দী গুগল বার্ড এবং মাইক্রোসফট বিং এআইয়ের বিপরীতে মহাবিশ্বকে অনুধাবনের চেষ্টা করে যাচ্ছে।
“এক্স প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েলটাইম ডেটায় একসেস রয়েছে গ্রকের, যার ফলে অন্যান্য মডেলের তুলনায় অনেক এগিয়ে রয়েছে চ্যাটবটটি,” যোগ করেন মাস্ক।
আগে টুইটার নামে পরিচিত সামাজিক প্ল্যাটফর্ম এক্স মাস্কের মালিকানাধীন ভিন্ন একটি কোম্পানি, কিন্তু উভয় কোম্পানিই একযোগে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাস্কের গাড়ি নির্মাতা কোম্পানি টেসলাসহ অন্যান্য কোম্পানিগুলোর সঙ্গেও কাজ করে যাচ্ছে এক্সএআই।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে মাস্ক গত সপ্তাহে বলেন, তিনি ভেবেছিলেন এআই হবে “পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিপর্যয়করী শক্তি। “সবকিছু করতে” সক্ষম হবে এবং পৃথিবিতে এখনের কর্মসংস্থানের চেহারা সমূলে বদলে দেবে প্রযুক্তিটি, ইংল্যান্ডের ব্লেচলি পার্কে প্রথম এআই নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে এমনটাই বলেন এই বিলিওনেয়ার।
বিশ্বব্যাপী তুমুল সাড়া জাগানো চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের ২০১৫ সালে যাত্রা শুরুতে সহপ্রতিষ্ঠাতা ছিলেন মাস্ক, কিন্তু ২০১৮ সালে কোম্পানিটির বোর্ড থেকে সরে আসেন তিনি।