২০২৪ সালে বছরের প্রথম তিন প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ফেরত নেওয়া গাড়ির ২১ শতাংশই ছিল টেসলার গাড়ি।
Published : 21 Mar 2025, 02:21 PM
গাড়ি চালানোর সময় খুলে আসতে পারে এমন এক ‘এক্সটার্নাল প্যানেল’ ঠিক করতে যুক্তরাষ্ট্রে ৪৬ হাজার ৯৬টি সাইবারট্রাক ফেরত নিয়েছে টেসলা।
বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতার ফেরত নেওয়া সাইবারট্রাকের মধ্যে রয়েছে ২০২৪ ও ২০২৫ মডেলের গাড়ি। এসব গাড়ি টেসলা তৈরি করেছে ২০২৩ সালের ১৩ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারির মধ্যে।
বৃহস্পতিবার টেসলা বলেছে, ‘ক্যান্ট রেল’ অর্থাৎ গাড়ির একটি স্টেইনলেস স্টিলের বাইরের ট্রিম প্যানেল গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সমস্যার কারণে সাইবারট্রাক বাজার থেকে ডেকে পাঠিয়েছে তারা।
প্রতিকার হিসেবে টেসলা বিনামূল্যে এ সমস্যা ঠিক করে দেবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশন’ বা এনএইচটিএসএ সাইবারট্রাক তুলে নেওয়ার নোটিশে বলেছে, এই বিচ্ছিন্ন প্যানেল রাস্তায় গাড়ি চালানোর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, যা বাড়িয়ে তুলতে পারে দুর্ঘটনার ঝুঁকি।
রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রজুড়ে যত গাড়ি নির্মাতা কোম্পানি ডেকে পাঠিয়েছে, তার একটি বড় অংশই ইলন মাস্কের কোম্পানি টেসলার তৈরি। আর টেসলার নেতৃত্বে রয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক, যিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ফেডারেল সরকারের ব্যয় কমিয়ে আনার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।
রিকল ম্যানেজমেন্ট কোম্পানি ‘বিজিকার’-এর তথ্য অনুসারে, ২০২৪ সালে বছরের প্রথম তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ফেরত নেওয়া গাড়ির ২১ শতাংশই ছিল টেসলার গাড়ি।
ব্র্যান্ডটির বেশিরভাগ গাড়ির সমস্যা সাধারণত ‘ওভার দ্য এয়ার’ সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছে।