‘মেটাভার্স’ নামের অ্যাকাউন্ট বন্ধ করে ইনস্টাগ্রাম বলেছে ‘সরি’!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2021 01:20 PM BdST Updated: 15 Dec 2021 01:20 PM BdST
-
ছবি: রয়টার্স
আইডি/হ্যান্ডল ‘মেটাভার্স’ নামে এক শিল্পীর অ্যাকাউন্ট ডিসএবল করে দিয়েছিল ইনস্টাগ্রাম। এর এক মাস পরে ক্ষমা চেয়েছে ফটো ও ভিডিও নির্ভর সামাজিক যোগাযোগের মাধ্যমটি।
অস্ট্রেলিয়ার শিল্পী থিয়া-মাই ব্যোম্যানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ২ নভেম্বর হঠাৎ বন্ধ করে দেওয়ার ঘটনা প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। ইনস্টাগ্রাম কারণ ব্যাখ্যা করে বলেছিল, “অন্য কেউ হওয়ার ভান করছেন” তিনি। ওই ঘটনার পাঁচ দিন আগে নাম পাল্টে ‘মেটা’ হওয়ার ঘোষণা দেয় ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান ফেইসবুক।
আপাত দৃষ্টিতে মনে হতেই পারে নামটি নিজ দখলে নেওয়ার উদ্দেশ্য থেকেই কাণ্ডটি ঘটিয়েছে ইনস্ট্রগ্রাম। ঠিক সে প্রশ্নটিই একটু ভদ্র ভাষায় জিজ্ঞেস করেছিল নিউ ইয়র্ক টাইমস। “মূল প্রতিষ্ঠানের নাম বদলানো বা রিব্র্যান্ডিংয়ের সঙ্গে ওই ঘটনার কোনো সংশ্লিষ্টতা আছে কি না”, এমন আলাপে মুখে তালা মেরে রয়েছে ইনস্টাগ্রাম।
‘মেটাভার্স’ নিয়ে সাম্প্রতিক সময়ে ফেইসবুক সবচেয়ে বেশি হৈচৈ করলেও শব্দ বা নামটির উপর কোনো মালিকানা নেই প্রতিষ্ঠানটির। এমনকি এই প্রযুক্তির মূল ভাবনার কৃতিত্বও দাবি করতে পারে না বর্তমানের ‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড’ তথা সাবেক ফেইসবুক।
‘মেটাভার্স’ মূলত ব্যাপক অর্থে ব্যবহৃত একটি পরিভাষা। সাদামাটা অর্থে, ইন্টারনেটের মাধ্যমে প্রবেশ করা যাবে এমন ‘শেয়ার্ড ভার্চুয়াল পরিবেশ’ বলা যেতে পারে একে। এই প্রযুক্তির মূল ভাবনাও এসেছে একটি কল্পবিজ্ঞান উপন্যাস থেকে।
টাইমসের প্রতিবেদন বলছে, ব্যোম্যান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলেছিলেন ২০১২ সালে। প্রযুক্তিখাতের সঙ্গেও জড়িত তিনি, নিজের ‘অগমেন্টেড রিয়ালিটি (এআর)’ কেন্দ্রিক ব্যবসা আর নিজস্ব শিল্পকর্ম নিয়ে পোস্ট দিতেন ‘মেটাভার্স’ অ্যাকাউন্টে।
২৮ অক্টোবর যখন ফেইসবুক নাম পাল্টানোর ঘোষণা দেয়, সে সময় তার ফলোয়ার সংখ্যা ছিল এক হাজারের কম। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা প্রায় দুই হাজার আটশ’।
তবে, অ্যাকাউন্ট ‘ডিসএবল’ হওয়ার ঘটনা বেশ বড় ধাক্কা খেয়েছিলেন ব্যোম্যান। নিউ ইয়র্ক টাইমসে ব্যোম্যান বলেন “ওই অ্যাকাউন্টে আমার এক দশকের জীবন আর কাজ ছিল। পুরো ইন্টারনেট থেকে আমাকে মুছে দেওয়া হবে, সেজন্য মেটাভার্সে কাজ করিনি আমি।”
ব্যোম্যান বারবার চেষ্টা করেও নিজের অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পারেননি। এক মাস পর নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে ইনস্টাগ্রামের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি নিজেদের ভুল স্বীকার করে নেয়।
শীর্ষস্থানীয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটি বলছে, ব্যোম্যান অন্য কারও ‘ছদ্মবেশ’ নিচ্ছেন এমন ধারণা থেকে ভুল করে ‘ডিসএবল’ করা হয়েছিল তার অ্যাকাউন্ট। নিউ ইয়র্ক টাইমসকে ইনস্টাগ্রাম বলেছে, “আমরা দুঃখিত যে এই ভুলটি হয়েছে।”
আর ব্যোম্যান বলছেন, পুরো অভিজ্ঞতাকে শিল্পকর্মে পরিণত করবেন তিনি। মেটাভার্স ভাবনা নিয়ে প্রযুক্তি জগতে এক দশক কাজ করার পর ওই ডিজিটাল দুনিয়াটি যেন সবার অংশগ্রহণের উপযোগী হয় এবং “সিলিকন ভ্যালি টেক ব্রোস” যেন এটি দূষিত করতে না পারে-- সে লক্ষ্যে সাহায্য করতে চান বলে জানিয়েছেন তিনি।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’