ফেইসবুক ফাইলস: হীনমন্যতায় বেশি ভোগেন তারকা ভক্তরা!
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2021 06:18 PM BdST Updated: 01 Oct 2021 06:18 PM BdST
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
ফেইসবুকের অভ্যন্তরীণ গবেষণা বলছে, হীনমন্যতায় বেশি ভোগেন কিম কারদাশিয়ান, জাস্টিন বিবার আর চার্লি ডি’আমেলিওর মতো সামাজিক মাধ্যমে জনপ্রিয় তারকাদেরর ভক্তরা। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক সিরিজ প্রতিবেদন ‘ফেইসবুক ফাইলস’ থেকে এই তথ্য উঠে আসায় প্রশ্ন উঠেছে সাধারণ ব্যবহারকারীদের উপর সামজিক মাধ্যমভিত্তিক কথিত ‘তারকা সংস্কৃতির’ প্রভাব নিয়ে।
বুধবার ফেইসবুকের গবেষণা প্রতিবেদনের স্লাইড অনলাইনে প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই স্লাইডসহ ফেইসবুকের বিভিন্ন অভ্যন্তরীণ নথির ভিত্তিতে ‘ফেইসবুক ফাইলস’ প্রতিবেদনগুলো প্রকাশ করছিলো মার্কিন দৈনিকটি। জার্নালের প্রতিবেদন অনুযায়ী, কিশোর বয়সীদের উপর নিজস্ব প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাবের বিষয়ে দীর্ঘদিন ধরে জানা থাকলেও বিষয়টি সম্পূর্ণ চেপে গেছে ফেইসবুক।

ছবি: রয়টার্স
এই প্রসঙ্গে ফেইসবুকের মুখপাত্র কেভিন ম্যাকক্যালিস্টার জানিয়েছেন, জরিপে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের নাম নিতে বলা হয়নি। কিন্তু অভ্যন্তরীণ ডেটার ভিত্তিতে গবেষকরা বলছেন, “যারা ইনস্টাগ্রামে সামাজিক তুলনার নেতিবাচক অনুভূতি হওয়ার কথা বেশি বলেছেন তাদের সবচেয়ে বেশি দেখা অ্যাকাউন্টগুলোর মধ্যে ছিলো তারকাদের অ্যাকাউন্টগুলো”।
ফেইসবুক মুখপাত্র বলছেন, ওই তারকাদের প্রত্যেকের ফলোয়ার সংখ্যা তিন কোটির বেশি হওয়ায় গবেষণার ফলাফল এমন হতেই পারে।
তবে, তারকাদের অ্যাকাউন্ট অনুসরণ করার কারণেই ব্যবহারকারীদের মধ্যে হীনমন্যতার অনুভূতি তৈরি হচ্ছে কি না, সেই বিষয়টি তদন্ত করে দেখেননি গবেষকরা।
ফেইসবুকের গবেষকদের তথ্য অনুযায়ী, সামাজিকভাবে নেতিবাচক তুলনার অনুভূতি পরিলক্ষিত হয়েছে যেসব তারকার অনুসারীদের মধ্যে, তাদের মধ্যে আছেন গায়িকা আরিয়ানা গ্রান্ডে আর মডেল কেন্ডল জেনার।

ছবি: রয়টার্স
অন্যদিকে ফেইসবুকের গবেষণার তথ্য বলছে, আমেরিকান কমেডিয়ান এলেন ডিজেনেরিস, অভিনেতা উইল স্মিথ আর ফুটবল তারকা নেইমারের অনুসারীদের মধ্যে নেতিবাচক অনুভূতি ছিলো “তুলনামূলক কম”।
উল্লেখ্য, সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছিলো ইনস্টাগ্রাম। নিজস্ব প্ল্যাটফর্মে তারকাদের টানতে সক্রিয় ভূমিকা পালন করেছে প্ল্যাটফর্মটি।
রয়টার্সের প্রতিবেদন বলছে, তারকাদের কাছে সামাজিক মাধ্যম হিসেবে ইনস্টাগ্রামের গ্রহণযোগ্যতা বাড়াতে বড় ভূমিকা রেখেছিলেন অভিনেতা অ্যাস্টন কুচার। সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের সঙ্গে ইনস্টাগ্রামের পরিচয়ও করিয়ে দিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রামের কয়েকজন কর্মীর লিংকডইন প্রোফাইলেন বিবরণ অনুযায়ী, নিজস্ব প্ল্যাটফর্মে তারকা, সংগীতশিল্পী এবং জনপ্রিয় ব্যক্তিদের উপস্থিতি বাড়াতে তাদের সঙ্গে কাজ করে ইনস্টাগ্রামের একদল কর্মী।
রয়টার্স বলছে, সেলিব্রেটিদের কন্টেন্ট বেশি দেখা আর শারীরিক গঠন নিয়ে হীনমন্যতার অনুভূতির মধ্যে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছিলেন ফেইসবুকের গবেষকরা। প্রতিষ্ঠানটির গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে সাধারণ ব্যবহারকারীরা যে কন্টেন্টগুলো বেশি দেখেন, তার অর্ধেকই আসে বিভিন্ন সেলিব্রেটি বা তারকাদের কাছ থেকে।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’