‘বিরতির’ পর আইওএস অ্যাপ আপডেট করলো গুগল

কয়েক মাস পরে এসে জিমেইলের আইওএস অ্যাপ আপডেট করেছে গুগল। শুধু আইওএস প্ল্যাটফর্মের জিমেইল অ্যাপ নয়, মিট, শিটস, ক্যালেন্ডার এবং টাস্কস অ্যাপও আপডেট করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2021, 03:13 PM
Updated : 2 March 2021, 03:13 PM

মূলত এ আপডেটের মাধ্যমে অ্যাপে বাগ সমস্যার সমাধান ও উন্নত কার্যকারিতা চোখে পড়বে ব্যবহারকারীদের।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, অ্যাপল গোপনতা প্রশ্নে অ্যাপ ডেভেলপারদেরকে লেবেল দিতে বলার পর এবারই প্রথমবারের মতো জিমেইল, শিটস, ক্যালেন্ডার এবং টাস্কস অ্যাপ আপডেট করলো গুগল।

এর আগে ফেব্রুয়ারিতে ইউটিউবের কয়েকটি অ্যাপের জন্য আপডেট নিয়ে এসেছিল সার্চ জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। এখনও অনেক অ্যাপ আপডেটের বাইরে রয়েছে। এর মধ্যে রয়েছে ক্রোম অ্যাপ। গত বছরের নভেম্বরের পর থেকে ক্রোম অ্যাপে কোনো পরিবর্তন আনেনি প্রতিষ্ঠানটি।

এ ছাড়াও গত বছরের ডিসেম্বরের ৭ তারিখের পর গুগল ড্রাইভের আইওএস অ্যাপের জন্য কোনো আপডেট আনেনি গুগল।

একদিন পরই অ্যাপল অ্যাপের জন্য গোপনতা লেবেল বাধ্যতামূলক করে। এখন ড্রাইভ অ্যাপ স্টোর পেইজে গোপনতা লেবেল রয়েছে। কিন্তু ক্রোম অ্যাপের পেইজে এখনও এরকম কোনো লেবেলে নেই।