বন্ধ হলো হ্যাকিং টুল বিক্রির ওয়েবসাইট
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2019 06:21 PM BdST Updated: 01 Dec 2019 06:21 PM BdST
-
ছবি- এমিনেন্ট মেথডস
আন্তর্জাতিক তদন্তের পর বন্ধ করা হয়েছে হ্যাকিং টুল বিক্রির ওয়েবসাইট ইমিনেন্ট মেথডস। এই সাইট থেকে টুল কিনে গ্রাহকের কম্পিউটারের দখল নিতো হ্যাকাররা।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি’র (এনসিএ) পক্ষ থেকে বলা হয়, এমিনেন্ট মেথডস সাইট থেকে গুপ্তচরবৃত্তির টুল কিনেছেন সাড়ে ১৪ হাজার গ্রাহক-- খবর বিবিসি’র।
টুলগুলো কারা বিক্রি করছে তা খুঁজে বের করতে বিশ্বের ৮০টির বেশি স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ।
কারা এই সফটওয়্যারগুলো কিনেছেন এবং তা বদলে অন্যের কম্পিউটারের দখল নেওয়ার চেষ্টা করেছেন তাদেরকেও শনাক্ত করতে পারছে পুলিশ।
এমিনেন্ট মনিটর রিমোট অ্যাকসেস ট্রোজান নামে ২৫ মার্কিন ডলারের একটি টুল বিক্রি করে থাকে ইমিনেন্ট মেথডস। টুলটি হ্যাকারকে একটি আক্রান্ত কম্পিউটারের পুরো নিয়ন্ত্রণ দিয়ে থাকে। এর মাধ্যমে ডেটা চুরি, গ্রাহক কম্পিউটারে কী করছেন এবং ওয়েবক্যামের অ্যাকসেস নিতে পারে হ্যাকার।
এনসিএ’র পক্ষ থেকে বলা হয়, হাল, লিডস, ম্যানচেস্টার, মার্সিসাইড, মিলটন কেইনস, নটিংহাম, সমারসেট এবং সারেসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে।
বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অভিযান পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।
ইতোমধ্যেই সফটওয়্যার বিক্রির ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে সফটওয়্যারগুলোর ওকেজো হয়ে পড়েছে।
এনসিএ’র ফিল লারাট বলেন, এই টুলগুলোর মাধ্যমে “গুরুতর অপরাধ কার্যক্রম চালানো হচ্ছিলো” এবং এর মধ্যে জালিয়াতি, চুরির মতো বিষয় রয়েছে।
সফটওয়্যার বিক্রি এবং এগুলো ব্যবহারের সঙ্গে জড়িত থাকায় বিশ্বব্যাপী ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইউনিভার্সিটি অফ সারে’র সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে “ওয়েবসাইটি আসলে কী করছিলো তা আরও ভালোভাবে বুঝতে পারবে পুলিশ, কারা এই অবৈধ সফটওয়্যারগুলো কিনেছেন তাও বের করতে পারবে।”
“কর্তৃপক্ষ এখন জানে কতো সংখ্যক গ্রাহক ম্যালওয়্যারটি কিনেছেন। যে সাড়ে ১৪ হাজার গ্রাহক এই ম্যালওয়্যারগুলো কিনেছেন তাদেরকে শনাক্ত করতেও এখন কাজ করতে পারবে পুলিশ।”
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে