Published : 05 Nov 2018, 02:59 PM
প্রযুক্তিবিষয়ক গুঞ্জন আর খবরের সাইট ম্যাকরিউমার্স-এ এই বিশ্লেষক বলেন, তার বিশ্বাস অ্যাপল নতুন কোনো সেন্সর ব্যবহার করবে। এর মাধ্যমে “ফেইস আইডি অভিজ্ঞতা উন্নত করতে পরিবেশের দৃশ্যমান আলোর প্রভাব কমিয়ে” চেহারা দেখানো হবে।
সাইটটির প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ বা ২০২০ সালের আইপ্যাডগুলোতে একটি ‘টাইম অফ ফ্লাইট’ ৩ডি ক্যামেরার সঙ্গে আরেকটি রেইঞ্জ-সেন্সিং ব্যবস্থা আনতে পারে। এই ব্যবস্থা ২০২০ সালের আইফোনে আনার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয় এতে। এ ধরনের সেন্সর কোনো আলোক বিন্দু যে সময়ে ক্যামেরা আর বস্তুর মধ্যে ভ্রমণ করে তা নির্ণয় করে। ৩ডি ছবি তুলতে এ সেন্সর ব্যবহার করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
এ ছাড়াও এ ধরনের সেন্সর অগমেন্টেড রিয়ালিটি বা ছবি ও ৩ডি ছবির মান উন্নত করতে ব্যবহার করা যেতে পারে। কুয়ো’র ধারণা এই ছবিগুলো এরপর “একটি আইপ্যাডে অ্যাপল পেন্সিল দিয়ে এডিট করা” যেতে পারে।