ক্রোম ব্রাউজারে ফিঙ্গারপ্রিন্ট লগইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে ম্যাকবুক প্রো ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পাসওয়ার্ড টাইপ না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওয়েবসাইট ও ওয়েব অ্যাপগুলোতে লগইন করতে পারবেন গ্রাহক।
Published : 16 Sep 2018, 07:25 PM
ইতোমধ্যেই ক্রোম ৭০ বেটা সংস্করণে ফিচারটি যোগ করা হয়েছে বলে এক ব্লগ পোস্টে নিশ্চিত করেছে গুগল।
ক্রোম ব্রাউজারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং সুবিধা যোগ করায় পাসওয়ার্ড টাইপের ঝামেলায় পড়তে হবে না। গ্রাহক চাইলে এটিকে দ্বিস্তরের নিরাপত্তা ব্যবস্থা হিসেবেও ব্যবহার করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।
সাম্প্রতিক সময়ে ওয়েবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের দিকে জোর দিয়েছে গুগল। আগের বছর ক্রোম ওএস-এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করেছে প্রতিষ্ঠানটি।
এখন পর্যন্ত ক্রোম ব্রাউজের কোনো মডেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে শীঘ্রই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত নতুন পিক্সেলবুক আনবে গুগল।
ইতোমধ্যে ৯ অক্টোবর হার্ডওয়্যার ইভেন্টের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে পিক্সেল ফোনের পাশাপাশি নতুন পিক্সেলবুক আনবে তারা।
আপাতত বেটা সংস্করণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং ফিচার যোগ করা হলেও অক্টোবরের মাঝামাঝি এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবে গুগল।