Published : 25 Dec 2017, 04:24 PM
অ্যাপল’স ফোরামে ব্যবহারকারকারীরা অভিযোগ করেছেন, ফেসিয়াল রিকগনিশন ফিচারে কেনার অনুরোধ করা ও ম্যানুয়ালি পাসওয়ার্ড দেওয়ার অপশন কীভাবে আনতে হয় তা তারা বের করতে পারছেন না।
আইওএস এর ‘আস্ক টু বাই’ ফিচার মা-বাবাদেরকে তাদের সন্তান মা-বাবার ফোন দিয়ে কী কিনছে তা নিয়ন্ত্রণের সুযোগ দেয়। শিশুরা ভুলে শত শত ডলারের পণ্য কিনে ফেলছে- এমন নজির থাকায় এই ফিচার ব্যবহারকারীদের জন্য দরকারি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।
প্রযুক্তি সাইট আর্স টেকনিকা জানিয়েছে, ব্যবহারকারীরা টাচ আইডি’র মাধ্যমে এই অনুরোধ অনুমোদন করতে পারেন। কিন্তু আইফোন X আসার পর এ ব্যবস্থা আর নেই, মা-বাবাকে কেনাকাটা অনুমোদনের জন্য ম্যানুয়ালি অ্যাপল আইডি দিতে হয়।
এই ফিচার কোনো ব্যবহারকারকারীর কেনাকাটা যাচাইয়ে ব্যবহার করা যেতে পারে। অ্যাপল-এর সাপোর্ট পেইজে এই ফিচারের জন্য থাকা বিভাগে ফেইস আইডির কথা উল্লেখ নেই।
প্রতিবেদনে আরও বলা হয়, ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থা শিশুদের কাছে ধোঁকাও খেতে পারে।