বাড়িতে স্মার্টহোম গ্যাজেটগুলোকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে নতুন কিছু পণ্য উন্মোচন করেছে সিমেনটেক, বিটডিফেন্ডার এবং ইনটেল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেক্ট্রনিকস শো (সিইএস) ২০১৭-তে এই পণ্যগুলো উন্মোচন করা হয়।
Published : 07 Jan 2017, 04:55 PM
প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয় রাউটারের মধ্যেই বিল্ট-ইন সুরক্ষা ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা, ওয়েবক্যাম এবং অন্যান্য স্মার্টহোম ডিভাইসকে সুরক্ষা দেবে। এসব স্মার্টহোম পণ্যগুলো রাউটারের মাধ্যমেই ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকে। তাই রাউটারগুলোকে সুরক্ষিত করে পুরো বাড়ি বা স্থাপনাকেই সুরক্ষা দেওয়া যেতে পারে।
নতুন এই রাউটার শুধু হ্যাকারদের হাত থেকে সুরক্ষাই দেবে না, এটি নিয়ন্ত্রণ করে শিশুরা কতটা সময় অনলাইনে ব্যয় করবে এবং তারা কী দেখবে তা নির্ধারণ করে দেওয়া যাবে, জানিয়েছে বিবিসি।
সাম্প্রতিক সময়ে বাড়ির সিকিউরিটি ক্যাম, টেলিভিশন, মিডিয়া সার্ভারের মতো স্মার্টহোম পণ্য ব্যবহার করে বেশ কিছু বড় ধরনের সাইবার হামালা চালানো হয়। আর তাই এসব দৈনন্দিন ব্যবহার্য পণ্যগুলোকে সুরক্ষা দিতে উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো।
রোমানিয়ান ইন্টারনেট সফটওয়্যার সুরক্ষা প্রতিষ্ঠান বিটডিফেন্ডার-এর প্রধান নিরাপত্তা গবেষক অ্যালেএক্স বালান বলেন, “ইন্টারনেট-অফ-থিংস এর জন্য আপনাকে একটি নিরাপত্তা সিস্টেম কিনতে হবে। খুব শীঘ্রই সবকিছু একসঙ্গে বা ভিন্নভাবে যুক্ত থাকবে এবং সেগুলো একটি স্মার্টফোন অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। আপনি তা এড়িয়ে যেতে পারবেন না।”
ইন্টারনেট-অফ-থিংস (আইওটি) বলে বোঝানো হয় ক্রমবর্ধমান গ্যাজেটের সমাহার যা নেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।
এই সমস্যা সমাধানে এবারের সিইএস-এ ‘নরটন কোর’ নামে স্মার্ট রাউটার উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান সিমেনটেক। এই রাউটারগুলো আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার)-এর সরবরাহকৃত রাউটারকে পরিবর্তন করবে। রাউটারটির দাম বলা হচ্ছে ২৭৯ মার্কিন ডলার।
এ ছাড়া ‘দ্য বক্স’ নামের ডিভাইস এনেছে বিটডিফেন্ডার যা বাড়ির রাউটারের সঙ্গে ব্যবহার করা হবে। এটি নেটওয়ার্কের ট্রাফিক নজরদারী করবে। এই ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৯ ডলার।
আর হার্ডওয়্যার প্রতিষ্ঠান অ্যারিস-এর সঙ্গে চুক্তি করেছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। এই চুক্তির মাধ্যমে নিজেদের পণ্যে ইনটেল-এর সফটওয়্যার ব্যবহার করবে অ্যারিস। ইনটেল-এর এই সফটওয়্যার রাউটারকে সুরক্ষিত করবে বলা জানানো হয়।
সিইএস-এ উন্মোচিত এই পণ্যগুলো আপাতত শুধু যুক্তরাষ্ট্রেই পাওয়া যাবে। ২০১৭ সালের মধ্যেই বা কিছু সময় পরে অন্যান্য দেশেও ডিভাইসগুলো সরবরাহ করা হবে।