Published : 29 Dec 2016, 05:12 PM
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এই তদন্ত পরিচালনার জন্য তারা একটি কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠানের সাহায্য নিচ্ছে। তবে, তদন্ত চলাকালীন তাদের পেমেন্ট কার্ড নেটওয়ার্ক সচল থাকবে বলেও মন্তব্য করেছেন ইন্টারকন্টিনেন্টালের একজন মুখপাত্র।
ক্রেবসন সিকিউরিটি নামের একটি ব্লগ সাইট বুধবার সর্বপ্রথম এই তদন্তের ব্যাপারটি জনসম্মুখে প্রকাশ করে। সুত্রের উদ্ধৃতি দিয়ে ব্লগ সাইটটি জানায়, গ্রাহকদের ক্রেডিট ও ডেবিট কার্ড জালিয়াতির একটি প্যাটার্ন আবিষ্কার করা হয়েছে যা থেকে বোঝা যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল-এর আওতাভুক্ত কিছু হোটেলে বিশেষ করে হলিডে ইন এবং হলিডে ইন এক্সপ্রেস হোটেলে এই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
তদন্তকারীরা সার্ভারে একটি ম্যালওয়্যার আক্রমণ খুঁজে পেয়েছেন যা এর হোটেলে ব্যবহৃত পেমেন্ট কার্ডের তথ্য হাতিয়ে নেয়, ইন্টারকন্টিনেন্টাল-এর কিমটন হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস-এর এমন বক্তব্যের চার মাসের মাথায় পুনরায় একই ধরনের ঘটনা সামনে এল।
এই নিরাপত্তা লঙ্ঘনও এবছরই হায়াত হোটেল কর্পোরেশন ও স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস-এ আক্রমণের অনুরূপ।