‘ট্রাম্প টাওয়ার’ বদলে ‘ডাম্প টাওয়ার’
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2016 10:12 PM BdST Updated: 27 Nov 2016 10:14 PM BdST
-
ছবি- রয়টার্স
গুগল ম্যাপস-এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প-এর যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের বাসার নাম কেউ একজন বিদ্রুপ করে বদলে দিয়েছেন।
৫৮ তলা আকাশচুম্বী ওই ভবনের নাম ‘ট্রাম্প টাওয়ার’। ভবনটির নাম বদলে করে দেওয়া হয় ‘ডাম্প টাওয়ার’। গুগল ম্যাপসের ব্যবহারকারীরা নতুন এই নাম দেখার পর দ্রুত সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে যায় বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।
এই খবরের আগ পর্যন্ত এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি। ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হওয়ার পর থেকে বিরোধীদের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণৎ হয়েছে এই ভবন। আর ইতোমধ্যে ভবনটিকে নিজের রূপান্তরিত প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেছেন ট্রাম্প।
এ নিয়ে তাৎক্ষণিকভাবে গুগলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দৈনিকটি।
গুগল ম্যাপস-এ কোনো স্থানের নাম বদলে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৫ সালের মার্চে স্পেনের বিভিন্ন শহরের নাম এভাবে বদলে দেন ব্যবহারকারীদের কেউ। সে সময় গুগল জানায়, তারা এই ধরনের বিষয়কে গুরুত্বের সঙ্গে নেয়। সেই সঙ্গে তারা এও জানায়, বিশ্বব্যাপী শতকোটি মানুষ এই ম্যাপ সেবা ব্যবহার করে আর “এ ধরনের সমন্বিত ব্যবস্থায় মাঝে মধ্যে ভুল হওয়ার ঝুঁকি থেকে যায়”।
ভুলগুলো সরিয়ে দিতে ব্যবহারকারীদের উৎসাহ দেয় মার্কিন ওয়েব জায়ান্টটি। সেই সঙ্গে তিনবার ভুল তথ্য দিয়েছেন বা অসাধু আচরণ করছেন এমন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাতিল করার নীতিমালাও রেখেছে প্রতিষ্ঠান।
চলতি বছর অগাস্টে ফিলিস্তিন-কে ম্যাপ থেকে মুছে দেওয়ার অভিযোগের মুখে পড়ে গুগল ম্যাপস। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি ব্যাখ্যা দেয় দেশটি তাদের সেবায় ‘কখনোই ছিল না’।
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
-
জমিয়ে রাখা বিটকয়েন বেচে দিচ্ছেন মাইনাররা
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি