বন্ধ হচ্ছে না টুইটার

'সামাজিক মেসেজিং মিডিয়া টুইটার ২০১৭ সালে বন্ধ হয়ে যাবে' -বৃহস্পতিবার রটে যাওয়া এমন 'গুজব' ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।   

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2016, 06:52 PM
Updated : 14 August 2016, 02:19 AM

"এই তথ্যের কোন সত্যতা নেই।" রয়টার্সের অনুরোধে ই-মেইলে এমন মন্তব্য জানান টুইটারের এক মুখপাত্র।

সিএনবিসি এর তথ্যমতে, বৃহস্পতিবার সোশাল মিডিয়াগুলোয় হঠাৎ টুইটারের জন্য হ্যাশট্যাগ (#SaveTwitter) ব্যবহার শুরু করে ব্যবহারকারিরা। সেদিন সন্ধ্যা পর্যন্ত প্রায় ১,০০,০০০ এরও বেশি টুইট হয় বিশেষ এই হ্যাশট্যাগ দিয়ে।

কিভাবে এর শুরু তা জানা যায়নি। তবে এমন ঘটনার জন্য টুইটারের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সমালোচকরা।

এর আগেও  টুইটার পুলিশের প্রতি অবমাননাকর আচরণের  জন্য সমালোচিত হয়েছে। তাছাড়াও উন্মুক্ত মতামত ব্যক্ত করতে অথবা হিংসাত্মক বা ঘৃণ্য বক্তৃতার ব্যাপারেও সামাজিক মাধ্যমটি গা ছাড়া আচরণ করেছিল।