ইউটাহর এমন পদক্ষেপকে সমর্থন করেছে ফেইসবুকের মূল কোম্পানি মেটা, স্ন্যাপচ্যাট ও ইলন মাস্কের এক্স-এর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।
Published : 28 Mar 2025, 02:16 PM
যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে অ্যাপলের অ্যাপ স্টোর ও প্লে স্টোরের মতো বিভিন্ন অ্যাপ স্টোরের জন্য বয়স যাচাইকরণ বিল পাস করে তা আইনে পরিণত করেছে ইউটাহ।
‘অ্যাপ স্টোর জবাবদিহিতা’ আইনে সই করেছেন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স। ফলে অ্যাপ স্টোর ব্যবহারের জন্য নির্মাতাদের অঙ্গরাজ্যটিতে বসবাসকারী নাগরিকদের বয়স যাচাই করতে হবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
এ আইনের অধীনে অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে ইউটাহর ব্যবহারকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টটি মা-বাবার সঙ্গে লিংক থাককে হবে, যাতে সন্তান কেবল নির্দিষ্ট অ্যাপই ব্যবহার করতে পারে।
বিলটির পৃষ্ঠপোষক রিপাবলিকান সিনেটর টড ওয়েইলার বলেছেন, এ আইনটি তৈরি হয়েছে শিশু ও টিনএজাদের নিরাপত্তার লক্ষ্যে।
ইউটাহর এমন পদক্ষেপকে সমর্থন করেছে ফেইসবুকের মূল কোম্পানি মেটা, স্ন্যাপচ্যাট ও ইলন মাস্কের এক্স-এর মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।
মার্কিন এ তিনটি প্রযুক্তি কোম্পানি বুধবার এক যৌথ বিবৃতিতে বলেছে, “টিনএজারদের অ্যাপ ডাউনলোডের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ মা-বাবার হাতে তুলে দিতে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে আমরা গভর্নর কক্স ও ইউটাহ অঙ্গরাজ্যকে সাধুবাদ জানাই। পাশাপাশি অন্যান্য অঙ্গরাজ্যকে এ যুগান্তকারী পদ্ধতিটি বিবেচনার আহ্বান জানাচ্ছি।
“এমন পদ্ধতি ব্যবহারকারীদের অসংখ্য ব্যক্তিগত অ্যাপ ও বিভিন্ন অনলাইন পরিষেবাতে বারবার ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে দূরে রাখবে।”
এদিকে, বিলটির বিরোধিতা করে গভর্নরকে এমন পদক্ষেপের বিরুদ্ধে ভিটো দেওয়ার আহ্বান জানিয়েছিল প্লে স্টোরের পরিচালক মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
বিলটি আইনে পরিণত হওয়ার পর এ বিষয়ে মন্তব্যের জন্য অ্যাপল ও গুগলের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পায়নি এনগ্যাজেট।
ইউটাহর ‘অ্যাপ স্টোর জবাবদিহিতা’ আইনটি ৭ মে থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আইনটি। এরইমধ্যে এ আইনের বিরোধিতা করেছে বিভিন্ন ডিজিটাল প্রাইভেসি গ্রুপ।
বয়স যাচাই করতে সংগৃহিত সংবেদনশীল ডেটার ব্যবহার বা সম্ভাব্য সুরক্ষা পদ্ধতি সম্পর্কে নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করেছে তারা।