এ পরিষেবা অন্যদের সঙ্গে বিভিন্ন ফাইল শেয়ার করতে বা ভাগ করে নিতে, বিভিন্ন নথিতে সহযোগিতা করতে এবং ‘ফাইন্ড মাই ফোন’ ফিচারের মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন শনাক্ত করতেও সাহায্য করে।
Published : 20 Apr 2024, 03:39 PM
আইক্লাউড হল টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএসের সঙ্গে যুক্ত একটি ক্লাউড পরিষেবা। এর মাধ্যমে ক্লাউডে নিরাপদে ডেটা সংরক্ষণের সুবিধা পাবেন যে কেউ। এসব ডেটা হতে পারে ছবি, ভিডিও, নথিপত্র ও আরও অনেক কিছু। এ ছাড়া, সব অ্যাপল ডিভাইসের সঙ্গে নির্বিঘ্নে ‘ডেটা মার্জ’ করার সুবিধাও থাকে আইক্লাউডে। এর মানে হল, কারো কাছে ইন্টারনেট সুবিধা থাকলে যে কোনো জায়গা ও ডিভাইস থেকেই ফাইল, ছবি এবং অন্যান্য ডেটা দেখতে পারবেন।
পাশপাশি, এ পরিষেবা অন্যদের সঙ্গে বিভিন্ন ফাইল শেয়ার করতে বা ভাগ করে নিতে, বিভিন্ন নথিতে সহযোগিতা করতে এবং ‘ফাইন্ড মাই ফোন’ ফিচারের মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন শনাক্ত করতেও সাহায্য করে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিশ।
তবে, বিনামূল্যের স্টোরেজ স্পেস বিবেচনায় গুগলের সঙ্গে এর তুলনা হয় না। কারণ গুগল ড্রাইভের ১৫ জিবি ফ্রি স্পেসের তুলনায় ক্লাউডে থাকে কেবল ৫ জিবি। অনেকের ৫জিবি ফ্রি স্টোরেজেরও ভীষণ প্রয়োজন হতে পারে। আর, আইক্লাউড স্টোরেজ পরিষেবা ব্যবহার করা সহজ ও এতে বেশকিছু দরকারি ফিচার ও রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আইক্লাউডে অ্যাকাউন্ট খুলবেন।
আইফোন, আইপ্যাড, আইপডে আইক্লাউড অ্যাকাউন্ট তৈরির নিয়ম
নতুন একটি আইক্লাউড অ্যাকাউন্ট তৈরি করা অ্যাপল আইডি তৈরি করার মতোই। কারণ, একটি অন্যটির সঙ্গে যুক্ত। অনেকেরই আগে থেকেই একটি অ্যাপল আইডি থাকতে পারে, সেক্ষেত্রে ক্লাউড পরিষেবা উপভোগ করতে কেবল সেটিংস অ্যাপ থেকে অ্যাপল আইডি দিয়ে লগইন করতে হবে, অথবা আইক্লাউড ওয়েবসাইট থেকে একই ইমেইল দিয়ে লগইন করতে হবে। আইফোন অথবা আইপ্যাডে নতুন অ্যাপল আইডি তৈরির নিয়ম দেখে নিন।
১. হোমস্ক্রিন থেকে অ্যাপ স্টোর চালু করুন।
২. সাইন-ইন বাটনে ট্যাপ করুন।
৩. ‘ক্রিয়েট নিউ অ্যাপল আইডি’ অপশনটি বেছে নিন।
৪. এবারে নিজের পাসওয়ার্ড, জন্ম তারিখ, অঞ্চল, ফোন নম্বর, অর্থপ্রদানের পদ্ধতি এবং আইক্লাউড ইমেইল অ্যাড্রেস সেট করতে স্ক্রিনে আসা নির্দেশনা অনুসরণ করুন।
৫. ইনবক্সে পাঠানো কনফরমেশন বা নিশ্চিতকরণ ইমেইল ব্যবহার করে ইমেইল অ্যাড্রেসটি যাচাই করুন।
ইমেইল যাচাই করা হয়ে গেলে অ্যাপল আইডি তৈরি হয়ে যাবে। এবারে আইক্লাউড ইমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করে সাইন ইন করে আইক্লাউডের বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। কারো যদি আগে থেকেই একটি অ্যাপল আইডি থেকে থাকে সেক্ষেত্রে আইক্লাইডের মূল ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবেই সেটআপ হয় ও সাইন ইন করলেই এগুলো ব্যবহার করা যায়।
ম্যাকবুক ব্যবহার করে আইক্লাউড অ্যাকাউন্ট তৈরি করবেন যেভাবে
ম্যাকওএসের মাধ্যমেও অ্যাপল আইডি ও আইক্লাউড অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব। কেউ যদি নিজের আইক্লাউডের বিষবস্তু সামগ্রিকভাবে দেখতে চান সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করাই ভাল।
১. প্রথমে ম্যাক থেকে ‘অ্যাপল মেনু’ তে যেতে হবে, সেখান থেকে ‘সিস্টেম সেটিংস’ অপশনটি বেছে নিতে হবে। পুরনো সংস্করণে এটি ‘সিস্টেম প্রিফারেন্সেস’ হিসেবে পাওয়া যাবে।
২. বাম দিকের সাইডবারের ওপরে ‘সাইন ইন’ অপশনে ক্লিক করুন।
৩. ‘ক্রিয়েট অ্যাপল আইডি’ অপশনে ক্লিক করুন।
৪. এবারে নিজের পাসওয়ার্ড, জন্ম তারিখ, অঞ্চল, ফোন নম্বর, অর্থপ্রদানের পদ্ধতি এবং আইক্লাউড ইমেইল অ্যাড্রেস সেট করতে স্ক্রিনে আসা নির্দেশনা অনুসরণ করুন।
৫. ইনবক্সে পাঠানো কনফার্মেশন বা নিশ্চিতকরণ ইমেইল ব্যবহার করে ইমেইল অ্যাড্রেসটি যাচাই করুন।
অ্যাপল আইডি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। কোনো ব্যবহারকারী চাইলে সব আইওএস ডিভাইসজুড়ে আইক্লাউড পরিষেবা ও অ্যাপল আইডি ব্যবহার করতে পারবেন।
পিসি ব্যবহার করে আইক্লাউড অ্যাকাউন্ট তৈরি
কারো কাছে অ্যাপল বাদে অন্য নির্মাতা কোম্পানির ডিভাইস থাকলে উইন্ডোজের পিসিতেও আইক্লাউড অ্যাকাউন্ট তৈরি করা যাবে। প্রথমে নিশ্চিত করতে হবে, উইন্ডোজে ‘আইটিউনস’ স্টোরের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করা আছে।
১. প্রথমে সার্চ বার থেকে ‘অ্যাকাউন্ট’ অপশনে যান। আইটিউনসের পপ-আপ উইন্ডো থেকে ‘সাইন ইন’ অপশনে ক্লিক করুন।
২. ‘ক্রিয়েট নিউ অ্যাপল আইডি’ অপশনটি বেছে নিন।
৩. নিজের পাসওয়ার্ড, জন্ম তারিখ, অঞ্চল, ফোন নম্বর, অর্থপ্রদানের পদ্ধতি এবং আইক্লাউড ইমেইল অ্যাড্রেস সেট করতে স্ক্রিনে আসা নির্দেশনা অনুসরণ করুন।
৪. ইনবক্সে পাঠানো কনফরমেশন বা নিশ্চিতকরণ ইমেইল ব্যবহার করে ইমেইল অ্যাড্রেসটি যাচাই করুন।
ইমেইল অ্যাড্রেস যাচাই করার পরই নতুন অ্যাপল আইডি তৈরি হয়ে যাবে। যে কোনো ডিভাইস থেকে অ্যাপল আইডিটি ব্যবহার করে ‘iCloud.com’-এ ‘আইটিউনস’ ও ‘আইক্লাউড’ অ্যাকাউন্টে সাইনইন করা যাবে।
ওয়েবব্রাউজার ব্যবহার করে আইক্লাউড অ্যাকাউন্ট খুলবেন যেভাবে
যদি কোনো ব্যবহারকারী আইটিউনস স্টোর ডাউনলোড করতে না চান বা ক্রোমবুক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে ওয়েবব্রাউজার ব্যবহার করেই আইক্লাউডের অ্যাকাউন্ট তৈরি করা যাবে।
১. ‘iCloud.com’ ওয়েবসাইটে গিয়ে ‘সাইনইন’ অপশনে ক্লিক করুন।
২. প্রক্রিয়া শুরু করতে অ্যাপল আইডি ও পাসওয়ার্ডের সঙ্গে যুক্ত ইমেইলটি লিখুন।
৩. ‘সিকিউরিটি’ পেইজে গিয়ে ‘আদার অপশনস’ নির্বাচন করুন। ‘কন্টিনিউ’ অপশনটি নির্বাচন করবেন না, করে ফেললে অনেক নিরাপত্তা প্রশ্নের জালে আটকা পড়তে পারেন।
৪. অ্যাকাউন্ট নিরাপত্তা আপগ্রেড করার জন্য অনুরোধ করা হলে, নিরাপত্তা প্রশ্নগুলোর জাল এড়াতে ‘ডোন্ট আপগ্রেড’ অপশনটি নির্বাচন করুন।
৫. এবারে ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ বা শর্তাবলীতে সম্মত হলেই আইক্লাউড স্টোরেজ ব্যবহার করার অনুমতি পেয়ে যাবেন।
যে কোনো ডিভাইস থেকেই অ্যাপল আইডি চালু করা অত্যন্ত সহজ বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিশ। কারো কাছে অ্যাপল ডিভাইস ও অ্যাপল আইডি থাকলে, এ কাজ অর্ধেকটা হয়েই যায়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও বাদ যাবেন না, ওপরে ওয়েবসাইট থেকে আইক্লাউড চালু করার অপশন ব্যবহার করে তারাও অ্যাপলের এ পরিষেবার সুবিধা নিতে পারেন। তবে, এ ক্ষেত্রে কিছু ফিচার কাজ না ও করতে পারে।