উন্নত এ হিউম্যানয়েড রোবটটি চাইলে কিনতেও পারবেন গ্রাহকরা। বাণিজ্যিক ও শিক্ষামূলক বিভিন্ন সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে এটি, যার প্রতিটির দাম ১৩ হাজার সাতশ ডলার।
Published : 26 Feb 2025, 07:40 PM
আট বছর আগে প্রথমবারের মতো পেছনের দিকে ঘুরে লাফ দিয়েছিল বস্টন ডায়নামিক্সের অ্যাটলাস নামের একটি দ্বিপদ রোবট। অবিশ্বাস্য ভারসাম্য ও নির্ভুলভাবে লাফ দিয়ে ওই সময় সবাইকে রীতিমতো চমকে দিয়েছিল রোবটটি।
এবার শেনজেনভিত্তিক রোবোটিক কোম্পানি ‘ইঞ্জিনএআই রোবোটিক্স’ নিজেদের প্রথম হিউম্যানয়েড রোবট সামনে এনেছে, যা সামনের দিকে ঘুরে লাফ দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ডিজিটাল ট্রেন্ডস।
এমন চমকপ্রদ সাফল্যের জন্য যে কোনও রোবটের সুনির্দিষ্ট ভারসাম্য, উন্নত চাক্ষুষ উপলব্ধি ও সঠিকভাবে ওঠা-নামা নিয়ন্ত্রণের ‘জ্ঞান’ থাকা প্রয়োজন, যা সম্ভব হয়েছে জটিল যান্ত্রিক ও অ্যালগরিদমিক বিভিন্ন সিস্টেমের নিখুঁত সমন্বয়ের মাধ্যমে।
কেবল চার মাস আগে এ হিউম্যানয়েড রোবটটি উন্মোচন করে ইঞ্জিনএআই। সামনের দিকে ঘুরে লাফ দিতে পারা ‘পিএম০১’ নামের এ রোবট বাজারে এসেছে ডিসেম্বরে। গত মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত ‘সিইএস ২০২৫’ প্রযুক্তি প্রদর্শনীতে ‘পিএম০১’ রোবটের আরও পরিমার্জিত ও উন্নত সংস্করণ দেখিয়েছে কোম্পানিটি।
হিউম্যানয়েড রোবটটি উচ্চতায় সাড়ে চার ফুট ও এর ওজন প্রায় ৪০ কেজি। মানুষের মতো স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এটি। বড় পরিসরে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার সক্ষমতাও সমর্থন করে এতে, যা রোবটটিকে আদর্শ করে তুলেছে বিভিন্ন গবেষণায় প্রয়োগের জন্য।
উন্নত এ হিউম্যানয়েড রোবটটি চাইলে কিনতেও পারবেন গ্রাহকরা। বাণিজ্যিক ও শিক্ষামূলক বিভিন্ন সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে এটি, যার প্রতিটির দাম ১৩ হাজার সাতশ ডলার।
হিউম্যানয়েড রোবট তৈরির প্রতিযোগিতায় সবশেষ প্রযুক্তি কোম্পানি ইঞ্জিনএআই। আরেক চীনা কোম্পানি শাওমি এ ধরনের মেশিন তৈরিতে কাজ করছে।
অন্যদিকে নরওয়েভিত্তিক কোম্পানি ‘১এক্স টেকনোলজিস’ সম্প্রতি তাদের বিস্ময়কর প্রাণবন্ত ‘নিও গামা’ রোবট উন্মোচন করেছে, যেটিকে ঘরের কাজ করানোর জন্য ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ ইভেন্টে বস্টন ডায়নামিক্সের চমকপ্রদ ‘অ্যাটলাস’ রোবট ছাড়াও টেসলার ‘অপটিমাস’ রোবটও প্রদর্শিত রয়েছে, যা কোম্পানিটির প্রধান ইলন মাস্ক নিজের বিদ্যুচ্চালিত গাড়ি তৈরিতে সহায়তা করার জন্য উৎপাদন করছে।