Published : 15 Dec 2024, 03:39 PM
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর এক অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের একজন গবেষকের মরদেহ।
সুচির বালাজি নামের ২৬ বছর বয়সী ওই কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে গত ২৬ নভেম্বর। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্যান ফ্রান্সিসকোর মেডিকেল পরীক্ষকের কার্যালয়। পুলিশ বলেছে ঘটনাস্থলে বল প্রয়োগের কোনো আলামত মেলেনি।
সাম্প্রতিক মাসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ওপেনএআইয়ের কাজের বিরুদ্ধে বালাজি প্রকাশ্যে কথা বলেছিলেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ বছরের অক্টোবরে বালাজি’র একটি সাক্ষাৎকার নেয় নিউ ইয়র্ক টাইমস। যেখানে তিনি অভিযোগ করেন, নিজেদের জনপ্রিয় অনলাইন চ্যাটবট চ্যাটজিপিটি তৈরি করার সময় মার্কিন কপিরাইট আইন লঙ্ঘন করেছে ওপেনএআই।
নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, গবেষক হিসেবে চার বছর কোম্পানিটিতে কাজ করার পর বালাজি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে, “চ্যাটজিপিটি তৈরিতে কপিরাইট আইনে সুরক্ষা পাওয়া কনটেন্ট ব্যবহার আইন ভেঙেছে ওপেনএআই। এমনকি চ্যাটজিপিটির মতো বিভিন্ন প্রযুক্তি ইন্টারনেটের ক্ষতি করে চলেছে।”
অবশ্য ওপেনএআই বরাবরই বলে এসেছে, তাদের বিভিন্ন মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ‘সর্বজনীনভাবে পাওয়া যায় এমন সব ডেটার ওপর ভিত্তি করে’।
নিউ ইয়র্ক টাইমস’কে বালাজি বলেন, এরপর থেকে ব্যক্তিগত প্রকল্প নিয়ে কাজ করছিলেন তিনি।
বালাজির মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই নিজের সামজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ রহস্যময় এক পোস্ট করেন ওপেনএআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
‘ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে’তে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বালাজি। তবে তিনি বেড়ে ওঠেন ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে।
বালাজির মৃত্যুর বিষয়ে ওপেনএআই-এর এক মুখপাত্র আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি’কে উদ্ধৃত করে বিবৃতিতে বলেছেন, “দুঃখজনক এই খবরটি জানতে পেরে আমরা ভেঙে পড়েছি। একইসঙ্গে এই কঠিন সময়ে বালাজির পরিবার ও প্রিয়জনদের জন্য আমাদের হৃদয় কাঁদছে।”
নভেম্বরে ওপেনএআই বিবিসিকে বলেছে, “ন্যায্য ব্যবহার ও এ সম্পর্কিত আন্তর্জাতিক কপিরাইট নীতিমালার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে আমাদের এ সফটওয়্যারটি। একইসঙ্গে নির্মাতাদের প্রতি ন্যায় আচরণ ও উদ্ভাবন বা নতুনত্বকে সমর্থন করি আমরা।”