নতুন স্ট্রিট ফাইটার সিনেমার ঘোষণা ভালো সময়েই এসেছে। দুই মাস পরই অর্থাৎ ২ জুন প্রকাশ পাবে গেইমটির পরবর্তী বড় সংস্করণ ‘স্ট্রিট ফাইটার ৬’।
Published : 06 Apr 2023, 08:51 PM
নতুন সিনেমা পেতে যাচ্ছে জাপান ভিত্তিক জনপ্রিয় আর্কেড গেইমিং ফ্রাঞ্চাইজ ‘স্ট্রিট ফাইটার’।
গেইমটির নির্মাতা কোম্পানি ক্যাপকম মার্কিন প্রোডাকশন হাউজ লেজেন্ডারি এন্টারটেইনমেন্টের সঙ্গে সিনেমাটি নিয়ে যৌথভাবে কাজ করছে বলে ঘোষণা দিয়েছে বুধবার।
নতুন এই সিনেমার খবর পুরোপুরি চমকপ্রদ নয়। এই গেইমিং সিরিজের সিনেমা ও টেলিভিশন স্বত্বাধিকার লিজেন্ডারি কিনে নিয়েছে বলে মার্কিন বিনোদন পত্রিকা ‘হলিউড রিপোর্টার’ তাদের প্রতিবেদনে বলেছে ৩ এপ্রিল। বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল কেবল।
প্রকল্প সম্পর্কে ‘ভবিষ্যতে আরও তথ্য জানানোর’ কথাও বলেছে ক্যাপকম।
সিনেমার জন্য অপেক্ষা করার মধ্যেই ব্যবহারকারী হয়তো দেখতে চাইবেন এমন প্রকাশিত স্ট্রিট ফাইটার ভিত্তিক সিনেমাগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় ‘বাট ফর মি, ইট ওয়াস টিউসডে’ নামে পরিচিতি পাওয়া মিমটি, যা ১৯৯৪ সালের স্ট্রিট ফাইটার সিনেমায় বলেছিল পুয়ের্তো রিকান অভিনেতা রাউল জুলিয়ার ‘এম বাইসন’ নামের চরিত্রটি। আর ২০০৯ সালে গেইমের চুন-লি চরিত্রের ওপর ভিত্তি করেও একটি সিনেমা এসেছে।
নতুন স্ট্রিট ফাইটার সিনেমার ঘোষণা ভালো সময়েই এসেছে। দুই মাস পরই অর্থাৎ ২ জুন প্রকাশ পাবে গেইমটির পরবর্তী বড় সংস্করণ ‘স্ট্রিট ফাইটার ৬’। আর সিনেমায় হয়তো এখন পর্যন্ত গেইমটিতে দেখা কয়েকটি ফাইটের ধরনও দেখা যাবে বলে অনুমান প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
???? A new live-action Street Fighter movie is in the works! Co-produced by @Legendary Entertainment and Capcom. More news to come in the future! ???? #StreetFighter pic.twitter.com/DyvjyWkXi2
— Street Fighter (@StreetFighter) April 5, 2023
এই সিনেমার মাধ্যমে গেইম টাইটেলকে সিনেমা বানানোর তালিকায় সর্বশেষ কোম্পানি হিসেবে নাম লেখাল ক্যাপকম। এর আগে, নিনটেন্ডো’র ‘মারিও’ সিনেমার পাশাপাশি প্লেস্টেশনের ‘লাস্ট অফ আস’ গেইমের টিভি সিরিজও প্রকাশ পেয়েছে। আর সামনের দিকে ‘গ্র্যান টুরিসমো’ গেইম নিয়ে আসন্ন এক সিনেমা কথা প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।