Published : 06 Aug 2023, 08:17 PM
শিশুদের ডেটা প্রাইভেসি লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের আদেশে বিশাল অংকের জরিমানা হতে পারে টিকটকের।
শিশুদের ডেটা প্রক্রিয়ার বিষয়ে চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড।
কোম্পানিটির ইউরোপীয় সদরদপ্তর আয়ারল্যান্ডে, সেখানের এর পূর্বের আরোপিত আদেশের ওপর আপত্তি জানায় টিকটক। এবার সেই আপত্তি বিষয়ে “সিদ্ধান্ত নেওয়া”র কথা বলেছে ডেটা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। জরিমানার আদেশ আগামী চার সপ্তাহের মধ্যে জারি করা হবে বলেছে দ্যা গার্ডিয়ানের একটি প্রতিবেদনে।
১৩ থেকে ১৭ বছরের শিশুদের ডেটা প্রক্রিয়ার বেলায় ইইউ’র ডেটা সুরক্ষা নীতিমালার মানদণ্ড টিকটক কতটা অনুসরণ করে তা নিয়েও ২০২১ সালে তদন্ত শুরু করে আয়ারল্যান্ড ডেটা সুরক্ষা কমিশনার। গার্ডিয়ান বলেছে, সে তদন্তেরই ফলাফল মিলবে ইউরোপীয় ইউনিয়নের আদেশে।
ইউরোপীয় কন্টেন্ট নীতিমালার সঙ্গে নিজেদের মানের সামঞ্জস্য বাড়ানোর জন্য শুক্রবার ইউরোপীয় গ্রাহকদের জন্য কিছু নতুন ফিচারের ঘোষণা দেয় টিকটক, সেগুলো আগামী ২৫ অগাস্ট থেকে কার্যকর হবে।
ইইউ’র ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুসারে টিকটক, গুগল, ফেইসবুক এবং অন্যান্য বড় প্ল্যাটফর্মগুলোয় অবৈধ কন্টেন্ট প্রতিরোধের দায় বর্তায় কোম্পানিগুলোর ওপরই, বন্ধ করতে হবে বিশেষ কিছু বিজ্ঞাপনের রেওয়াজ এবং ডেটা শেয়ার করতে হবে কর্তৃপক্ষের সঙ্গে।
জুলাই মাসে টিকটক তাদের ডাবলিনের হেডকোয়ার্টারে স্বেচ্ছায় ‘যাচাই পরীক্ষায়’ অংশ নিতে রাজি হলে ইউরোপীয় ইউনিয়ন কমিশনার টিয়েরি ব্রেটন বলেন, সন্তোষজনক মান অর্জন করতে হলে কোম্পানিটিকে এ বিষয়ে আরও কাজ করতে হবে।
“মান অর্জনের জন্য নিষ্ঠার সঙ্গে সম্পদ নিয়োজিত করেছে টিকটক। পূর্ণাজ্ঞ মান পেতে হলে এখন গতি বাড়াতে হবে।” সিএনএনকে বলেন ব্রেটন।
অবৈধ কন্টেন্ট নিয়ে অভিযোগের সহজ পদ্ধতি, পার্সোনালাইজড ভিডিও রিকোমেন্ডেশন বন্ধ করা এবং ১৩ থেকে ১৭ বছরের ব্যবহারকারীদের জন্য টার্গেটেড অ্যাডভার্টাইজিং বন্ধসহ ডিএসএ অনুসারে শুক্রবার ইইউ গ্রাহকদের জন্য নতুন মানদণ্ডের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
“আমরা কেবল আইনগত বিধিনিষেধ মেনেই নয়, সেইসঙ্গে নতুন সমাধান উদ্ভাবনের মাধ্যমে নতুন মানদণ্ড বের করতে বদ্ধ পরিকর।
অভিভাবকের অনুমতি ছাড়াই ১৩ বছরের কম ১৪ লাখ শিশুর ডেটা প্রক্রিয়াকরণের দায়ে এ বছরের শুরুতে টিকটককে এক কোটি ২৭ লাখ পাউন্ড জরিমানা করে ইউরোপীয় ডেটা পর্যবেক্ষক সংস্থা।
কারা কারা প্ল্যাটফার্মটি ব্যবহার করছে তা পর্যবেক্ষণে এবং অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সরাতে কোম্পানিটির “কার্যক্রম নগণ্য”, এমনকি অভ্যন্তরীণ সতর্কতা স্বত্তেও নিজেদের নীতিমালাই লঙ্ঘন করছে কোম্পানিটি। বলেছেন ব্রিটিশ তথ্য কমিশনার।
২০২২ সালের এক জরিপে দেখা যায় আট থেকে ১৭ বছর বয়সী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের শতকরা ৬০ ভাগের তাদের নিজেদের নামে একটি করে টিকটক অ্যাকাউন্ট রয়েছে।