বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন বা নাসা’।
Published : 06 Oct 2024, 07:07 PM
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪-এর বাংলাদেশ পর্ব। দেশে নিয়মিত আয়োজনের এই একাদশ পর্ব শেষে বাংলাদেশী বিজয়ীরা বিশ্ব পর্বে লড়বে দেশের জন্য পঞ্চম বিজয় অর্জনের লক্ষ্যে।
‘বিশ্ব জয়ের মিশনে’ একাদশ বারের মতো ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস’-এর উদ্যোগে ও ‘বেসিস স্টুডেন্টস ফোরাম’-এর সহযোগিতায় এ হ্যাকাথন ৪ অক্টোবর শুরু হয়ে একটানা ৩৬ ঘণ্টা চলে।
বিশ্বের ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, নকশাবিদ, শিল্পী, শিক্ষাবিদ, উদ্যোক্তার মতো বিভিন্ন ক্ষেত্রে মেধাবী তরুণদের একসঙ্গে করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন’ বা নাসা।
এরই অংশ হিসেবে বেসিসের উদ্যোগে বাংলাদেশের ৯টি শহর ঢাকা, চট্টগ্রাম সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লায় হয়েছে আয়োজন।
ঢাকায় ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবি’তে প্রায় ৫০টি টিম হ্যাকাথনে অংশ নেয়। একই সময়ে অনলাইনে হ্যাকাথনে গোটা দেশ থেকে কয়েকশ টিমও প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলাদেশ পর্বের বিজয়ীদের মধ্য থেকে পরের পর্বে নাসার মূল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বেছে নেবে নাসা।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪, বাংলাদেশ পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় শনিবার ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবি’-এর অডিটোরিয়ামে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য’ অ্যাফেয়ার্স হেলেন লাফেভ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন নাদিয়া আনোয়ার।
আয়োজনটি সম্পর্কে হেলেন লাফেভ বলেন, “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ অসাধারণ এক প্ল্যাটফর্ম, যা কেবল উদ্ভাবনকে উৎসাহিত করে না, বরং আমাদের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শেখার আগ্রহ জাগায়।”
নাদিয়া আনোয়ার বলেন, “ইভেন্টটি কেবল আমাদের দেশের তরুণদের জন্যই নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ উৎকর্ষ সাধনের জন্যও গুরুত্বপূর্ণ।”
“এটি সার্বিকভাবে আমাদের তরুণদের আগামী দিনের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ হতে উৎসাহ দেবে।”
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪-এ বাংলাদেশ পর্বের বিজয়ীরা হলেন—
ঢাকা: চ্যাম্পিয়ন কোয়ান্টাম ভয়েজার্স, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ টিম যথাক্রমে টাইটান ও টিম হাইড্রো।
বরিশাল: চ্যাম্পিয়ন টিম ফিনিক্স, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ টিম যথাক্রমে অ্যাকোয়া-অ্যাগ্রোপ্রেডিক্টা ও ইয়টাবাইট।
চট্টগ্রাম: চ্যাম্পিয়ন আরবান ইউটোপিয়ানস, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ টিম যথাক্রমে ব্লুসেন্ট্রি ও টিম রিকারশন।
কুমিল্লা: চ্যাম্পিয়ন টি মাইনাস জিরো, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ টিম যথাক্রমে হেলিও আলকেমিস্ট ও এক্সোভার্স।
খুলনা: চ্যাম্পিয়ন টিম অ্যাটলাস, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ টিম যথাক্রমে নভাফ্লেয়ার ও গ্লোবাল প্রোটেক্টর।
ময়মনসিংহ: চ্যাম্পিয়ন ইকোরেঞ্জার্স, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ টিম যথাক্রমে মনসুনফাইভ ও লুনার হার্ভেস্টার্স।
রংপুর: চ্যাম্পিয়ন ইনোভেটর্স বিডি, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ টিম যথাক্রমে নভোচারী ও এগ্রি ভিশন।
রাজশাহী: চ্যাম্পিয়ন এনভো ফাইটার্স, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ টিম যথাক্রমে কোডব্ল্যাক ও দ্য অর্বভেঞ্জার্স।
সিলেট: চ্যাম্পিয়ন ওআরসিএ, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ টিম যথাক্রমে নভো ও সাস্ট ব্রেইনস্টর্মার্স।