Published : 05 Mar 2025, 03:34 PM
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের লাভজনক কোম্পানিতে রূপান্তরের প্রচেষ্টার বিরুদ্ধে মার্কিন ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্কের প্রাথমিক নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
মঙ্গলবার মাস্কের এ আবেদন খারিজ করেন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ ইয়োভান গঞ্জালেজ রজার্স।
এ সময় তিনি বলেন, ওপেনএআইকে লাভজনক কোম্পানিতে রূপান্তর আটকাতে প্রাথমিক নিষেধাজ্ঞার জন্য প্রয়োজনীয় কারণ দেখাতে পারেননি মাস্ক। তবে এ বছরের শেষের দিকে এ বিষয়ে দ্রুত বিচার করতে প্রস্তুত তিনি।
মাস্কের আইনজীবী মার্ক টোবারফ বলেছেন, তারা খুশি যে “এই মামলাটি চালানোর জন্য এর মূল দাবির বিষয়ে দ্রুত বিচারের প্রস্তাব দিয়েছেন বিচারক, যা তার ভাষায় জনস্বার্থে ‘জরুরি’ বিষয়।
রয়টার্স লিখেছে, ওপেনএআইকে একটি অলাভজনক অবস্থান থেকে একটি লাভজনক কোম্পানিতে রূপান্তরের চেষ্টা করছে। কোম্পানিটি বলেছে, সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে এমনটি করা তাদের জন্য প্রয়োজন।
এদিকে, এক বিবৃতিতে আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চ্যাটবট নির্মাতা কোম্পানিটি।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই সমর্থক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
গত বছর ওপেনএআই ও কোম্পানিটির নির্বাহী প্রধান স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মাস্ক। ওই সময় তিনি বলেছিলেন, ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতারা মূলত মানবতার উপকারের জন্য এআই তৈরির ওপর মনোযোগ দেবে এমন একটি অলাভজনক তহবিল দেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে কোম্পানিটি এখন অর্থ উপার্জনের দিকে নজর ঘুরিয়েছে।
রয়টার্স লিখেছে, পরে এ মামলাটির আওতা আরও বাড়িয়ে ফেডারেল অ্যান্টিট্রাস্ট ও অন্যান্য দাবি এর সঙ্গে জুড়ে দেন মাস্ক এবং ডিসেম্বরে এ মামলার বিচারককে ওপেনএআইয়ের লাভজনক কোম্পানিতে রূপান্তর বন্ধ করতেও বলেন তিনি।
২০১৫ সালে একটি অলাভজনক কোম্পানি হিসাবে স্টার্টআপটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন মাস্ক ও অল্টম্যান। তবে যাত্রা শুরুর আগেই কোম্পানিটি ছেড়ে চলে যান মাস্ক। পরবর্তী সময়ে ২০২৩ সালে ওপেনএআইয়ের প্রতিযোগী হিসেবে এআই স্টার্টআপ এক্সএআই প্রতিষ্ঠা করেন তিনি।