Published : 07 Jul 2024, 08:42 PM
সম্প্রতি ইউরোপে থাকা আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য গেইমিং জায়ান্ট ‘এপিক গেইমস’-এর মার্কেটপ্লেস অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল।
এর আগে ‘ফোর্টনাইট’ গেইমের নির্মাতা কোম্পানিটির সঙ্গে অ্যাপলের বিরোধ দেখা গিয়েছিল, যেখানে তারা অ্যাপলের বিরুদ্ধে বিভিন্ন ডিভাইসে একটি গেইম স্টোর চালুতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল।
অ্যাপল বলেছে, সর্বশেষ এ বিরোধিতা মূলত ‘এপিক সুইডেন এবি মার্কেটপ্লেস’ সংশ্লিষ্ট। এর সঙ্গে কোম্পানিটির ‘ফোর্টনাইট’ অ্যাপের কোনও সম্পর্ক নেই, যা অ্যাপ স্টোরে চালু হওয়ার বিষয়ে এরইমধ্যে সবুজ সংকেত পেয়েছে।
এদিকে, আইওএস অ্যাপে অ্যাপলের কঠোর নিয়ন্ত্রণ রাখার বিষয়েও সমালোচনা করতে দেখা গেছে বিভিন্ন অ্যাপ নির্মাতা ও অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের।
অ্যাপলের ঘোষণার আগে এপিক দাবি করেছিল, আইফোন নির্মাতা কোম্পানিটি এর আগে দুইবার তাদের জমা দেওয়া নথি বাতিল করেছে কারণ এর সুনির্দিষ্ট কয়েকটি বাটন ও লেবেলের নকশা তাদের নিজস্ব অ্যাপ স্টোরে ব্যবহার করা বাটন ও লেবেলগুলোর মতোই।
“আমরা এই একই ‘ইনস্টল’ ও ‘ইন-অ্যাপ পারচেজ’ নামের বাটন ব্যবহার করছি, যেগুলো একাধিক প্ল্যাটফর্মের বিভিন্ন জনপ্রিয় অ্যাপ স্টোরে ব্যবহার করা হয়। আর আইওএস অ্যাপগুলোর বিভিন্ন বাটনের বেলাতেও আমরা একই মানদণ্ড অনুসরণ করছি,” এক্স-এ দেওয়া সিরিজ পোস্টে বলেছে এপিক।
“তবে অ্যাপলের এটি বাতিল করে দেওয়ার বিষয়টি স্বেচ্ছাচারমূলক ও ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)’ পরিপন্থী, যা নিয়ে নিজেদের উদ্বেগের বিষয়টিও আমরা ইউরোপীয় কমিশনকে অবহিত করেছি।”
এরই প্রেক্ষিতে গত মাসে অ্যাপলের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইউরোপীয় কমিশন। এর লক্ষ্য ছিল, অ্যাপলের অ্যাপ মূল্যায়ন ব্যবস্থা ও বিকল্প অ্যাপ স্টোরগুলোকে একঘরে করে ফেলার বিষয়টি খতিয়ে দেখা। তবে এ বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কমিশন।
২০২০ সাল থেকেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছে এপিক ও অ্যাপল। সে সময় গেইমিং কোম্পানিটি অভিযোগ তুলেছিল, আইওএস-এর ‘ইন-অ্যাপ’ পরিশোধ ব্যবস্থায় অ্যাপ নির্মাতাদের কাছ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন কেটে নিচ্ছে অ্যাপল, যা যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।
এ বছরের শুরুতে ‘ডিএমএ’র কয়েকটি নির্দেশনা মেনে চলতে নিজস্ব অ্যাপ স্টোর নীতিমালায় পরিবর্তন আনার প্রস্তাব করেছিল অ্যাপল।
এর ফলে, ব্যবহারকারীদের জন্য আইফোনে বিভিন্ন বিকল্প অ্যাপ স্টোর ব্যবহার করার ও অ্যাপলের ‘ইন-অ্যাপ’ পরিশোধ ব্যবস্থা থেকে রেহাই পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে, এর বিপরীতে ‘কোর টেকনোলজি ফি’ নামের আর্থিক ফি ব্যবস্থা চালু করেছে অ্যাপল, যা অনেক অ্যাপ নির্মাতার কাছেই শোষণমূলক হিসেবে বিবেচিত।