ফুটবল আকারের এ রোবটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে এতে বেশ কিছু আপগ্রেড এনেছে কোম্পানিটি, যার মধ্যে রয়েছে গুগলের জেমিনাই এআই অন্তর্ভূক্ত করা।
Published : 12 Apr 2025, 04:02 PM
ঘর-বাড়ির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে এমন এআইচালিত রোবট বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।
‘ব্যালি’ নামের তিন চাকার এ বটটিতে একটি প্রজেক্টর, স্পিকার ও মাইক্রোফোন রয়েছে। পাশাপাশি বটটির তাপ ও আলোর মতো স্মার্ট বিভিন্ন হোম ফিচার নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
২০২০ সালে প্রথমবারের মতো এই রোবটির ঝলক দেখায় স্যামসাং। এখন ফুটবল আকারের এ রোবটটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে এতে বেশ কিছু আপগ্রেড এনেছে কোম্পানিটি, যার মধ্যে রয়েছে গুগলের জেমিনাই এআই অন্তর্ভূক্ত করা।
দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানি স্যামসাংয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ইয়ংজে কিম বলেছেন, “এই পার্টনারশিপের মাধ্যমে স্যামসাং ও গুগল ক্লাউড সেবা এখন ঘরে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।
“ব্যালিতে স্যামসাংয়ের এআই সক্ষমতার সঙ্গে জেমিনাইয়ের শক্তিশালী মাল্টিমোডাল যুক্তিকে যোগ করেছি আমরা। কারণ পার্সোনালাইজড এআই সহযোগীর একটি নতুন যুগের উন্মোচন করতে আমরা উন্মুক্ত সহযোগিতার শক্তিকে কাজে লাগাচ্ছি, যা ব্যবহারকারীদের সঙ্গে চলবে, তাদের বিভিন্ন চাহিদা মেটাবে এবং আগের চেয়ে আরও গতিশীল ও অর্থপূর্ণ উপায়ে যোগাযোগ করবে।”
ব্যবহারকারীদের সঙ্গে আলাপচারিতার সুযোগ করে দেবে ‘ব্যালি’র উন্নত জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবটটিতে থাকা ক্যামেরা আশপাশের পরিস্থিতি সম্পর্কে সরাসরি প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে তাদের।
রোবটটিতে থাকা প্রজেক্টর আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস, দিকনির্দেশনা বা অন্যান্য তথ্য দেখাতে পারবে।
এক ব্লগ পোস্টে স্যামসাং বলেছে, “জেমিনাইয়ের উন্নত যুক্তির মাধ্যমে ব্যালি ব্যবহারকারীদের শুধু তাদের বাড়িই নয়, বরং তাদের স্বাস্থ্য ও সুস্থতাও সামলাতে সহায়তা করবে।”
“উদাহরণস্বরূপ– একজন ব্যবহারকারী ব্যালিকে যদি বলেন, আমি আজ অনেক ক্লান্ত বোধ করছি। এরপর গুগল সার্চে জেমিনাইয়ের তথ্য ব্যবহার করে কীভাবে তার শক্তির মাত্রাকে বাড়ানো যেতে পারে সে সম্পর্কে উপযোগী পরামর্শ দেবে ব্যালি। যার মধ্যে রয়েছে, কীভাবে আরও বেশি ব্যায়াম করা যায়, তাদের ঘুমের পরিবেশকে অনুকূল করা যায় বা তাদের ঘুমের ধরন পর্যবেক্ষণ করা যায় এমন সব বিষয়।”
এআইচালিত রোবটি কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে কিছু বলেনি স্যামসাং। তবে কোম্পানিটি বলেছে, এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও কোরিয়ায় পাওয়া যাবে এটি।