আগের যে কোনও সময়ের তুলনায় ২০২১ সালে ডেটিং অ্যাপ নিয়ে রাজনৈতিক মেরুকরণ ছিল বেশি। তিন বছর পরও এর তেমন বদল ঘটেনি।
Published : 24 Oct 2024, 05:51 PM
জেন-জি বা জেনারেশন জেড প্রজন্ম সবচেয়ে বেশি বামপন্থী ঘরনার ও তারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারও সঙ্গে ডেট করতে আগ্রহী নয় বলে সম্প্রতি উঠে এসেছে এক জরিপে।
সামনেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, যা নিয়ে রীতিমতো চাপের মধ্যে আছে মার্কিন মিডিয়া। রাজনীতির চর্চা অফলাইন ও অনলাইনে ক্রমবর্ধমানভাবে চলছে, এমনকি বাদ যায়নি ডেটিং অ্যাপও। কোনো দেশের জাতীয় নির্বাচনের আগে এমন রাজনীতির চর্চা নতুন কিছু নয়ও।
প্রতিবেদনে এমএসএনবিসি লিখেছে, আগের যে কোনও সময়ের তুলনায় ২০২১ সালে ডেটিং অ্যাপ নিয়ে রাজনৈতিক মেরুকরণ ছিল বেশি। তিন বছর পরও এর তেমন বদল ঘটেনি।
আগস্টের শেষের দিকে প্রায় এক হাজার চারশ আমেরিকান ব্যবহারকারীর উপর জরিপ চালিয়েছে ‘কফি মিটস বেগল বা সিএমবি’ নামের ডেটিং অ্যাপটি। যেখানে উঠে এসেছে, সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ রাজনৈতিক মতামত বা মতাদর্শকে গুরুত্ব দেন বা সচেতন। অ্যাপটি তাদের ব্যবহারকারীদের উল্লেখ করেছে ‘ডেটার’ বলে।
সিএমবি ডেটারদের মধ্যে ৮৩ শতাংশ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে সম্পর্ক শেষ করার কথাও বিবেচনা করেন বলে উঠে এসেছে গবেষণায়।
এক পোস্টে সিএমবি বলেছে, কমলা হ্যারিসকে সমর্থন করে এমন কারো সঙ্গে ডেট করবে ৮৪ শতাংশ ব্যবহারকারী। অন্যদিকে ৬৫ শতাংশ সিএমবি ডেটার’সহ ৭৭ শতাংশ নারী ডনাল্ড ট্রাম্পকে সমর্থন করে এমন কারো সঙ্গে ডেট করবেন না।
নির্দিষ্ট কোনো রাজনৈতিক ইস্যুর ক্ষেত্রে ৩১ শতাংশ সিএমবি ডেটার বলেছেন, সন্তান জন্মদান বিষয়ে নারীর অধিকার যদি কেউ অস্বীকার করে তবে তারা ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবেন না।
এদিকে জাতিগত সমতার কথা বলেছেন ১৮ শতাংশ সিএমবি ডেটার ও ৯ শতাংশ ডেটার বলছেন এলজিবিটিকিউ অধিকার নিয়ে। এমনকি সিএমবি ব্যবহারকারীদের মধ্যে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে সম্পর্ক শেষ করেছেন প্রায় ১৭ শতাংশ ডেটার।
বেশিরভাগ বামপন্থী সিএমবি ব্যবহারকারীর মধ্যে ৮৯ শতাংশ ডেটারের দাবি, সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে রাজনৈতিক মতের মিল রয়েছে এমন কেউ হওয়া ‘অনেক গুরুত্বপূর্ণ’। তবে ডানপন্থী ডেটারদের ক্ষেত্রে এ সংখ্যা কম, কেবল ৬৪ শতাংশ ব্যবহারকারী এমনটি মনে করেন।
জরিপে অংশ নেওয়া নারীদের কাছে রাজনৈতিক মতামত মিলের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। কারণ, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কাউকে ডেট করতে অস্বীকার করেছেন ৩৭ শতাংশ ডেটার। এদিকে এমন মনোভাবের কথা বলেছেন কেবল ১৫ শতাংশ পুরুষ।
এই রাজনৈতিক ইস্যুতে পুরুষদের তুলনায় নারীদের সম্পর্ক চুকিয়ে ফেলার সম্ভাবনাও বেশি। জরিপে রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে সম্পর্ক শেষ করেছেন ২২ শতাংশ নারী ব্যবহারকারী, যেখানে পুরুষদের মধ্যে এ সংখ্যা ১৩ শতাংশ।
জরিপে আরও উঠে এসেছে, সিএমবি ব্যবহারকারী প্রতি পাঁচজন নারীর মধ্যে চারজনের ভোটই ট্রাম্প পাবেন না। মজার বিষয় হচ্ছে এ জরিপে সার্বিকভাবে জেন-জি বা জেনারশন জেড ডেটারদের সংখ্যা ৬৭ শতাংশ। প্রজন্মটি সবচেয়ে বেশি বাম ঘেঁষা ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারও সঙ্গে ডেটিংয়ে আগ্রহী নয়।