Published : 01 May 2025, 05:12 PM
বড় প্রযুক্তি কোম্পানির ক্ষমতার লাগাম টেনে ধরতে নানা ধরনের আইন প্রণয়ন করার পরও ইউরোপীয় ইউনিয়নের আইনের প্রতি মাইক্রোসফট শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন কোম্পানিটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ।
বুধবার দেওয়া মাইক্রোসফটের এমন বিবৃতি কোম্পানিটিকে হোয়াইট হাউসের সঙ্গে মতবিরোধে ফেলেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। কারণ ইইউ’র নিয়ম সম্পর্কিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসন।
গত সপ্তাহে ইউরোপীয় কমিশন তাদের ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ লঙ্ঘনের দায়ে টেক জায়ান্ট অ্যাপল ও সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটাকে ৬০ কোটি পাউন্ড জরিমানা এবং বড় প্রযুক্তি কোম্পানির জন্য কী করণীয় ও কী করণীয় নয় এমন একটি তালিকাও ঠিক করে দিয়েছে সংস্থাটি। আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউস।
ব্রাসেলসে এক বক্তৃতায় স্মিথ বলেছেন, “আমরা বুঝি, ইউরোপীয় আইন ইউরোপে ব্যবসায়িক চর্চার ক্ষেত্রে যেমন প্রযোজ্য ঠিক তেমনি আমাদের দেশের আইনও আমাদের দেশে প্রযোজ্য। বিশ্বের অন্যান্য দেশেও তাদের ব্যবসায়িক কাজের জন্য নিজস্ব আইন রয়েছে।
“এর মধ্যে রয়েছে ইউরোপীয় প্রতিযোগিতা আইন ও ডিজিটাল বাজার আইন’সহ অন্যান্য বিষয়ও।
“আমরা কেবল ইউরোপের জন্য ডিজিটাল অবকাঠামো তৈরি করতেই প্রতিশ্রুতিবদ্ধ নই, বরং আমাদের পণ্য ও পরিষেবাদি নিয়ন্ত্রণে ইউরোপ জুড়ে আইন যে ভূমিকা রাখছে তার প্রতি শ্রদ্ধা জানাতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ক্লাউড কম্পিউটিংয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের আধিপত্য সম্পর্কে ইইউ’র উদ্বেগ দূর করার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন স্মিথ, যেখানে ইইউ দেশভুক্ত কিছু সরকারের কাছে লাভজনক সরকারি দরপত্রে বিভিন্ন কোম্পানির ভূমিকা সীমিত করার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফট প্রধান।