দলটির দাবি, গ্রক ২-এর চেয়ে ‘অনেক বেশি কার্যকর’ এ নতুন মডেলটি। গ্রক ২-এর চেয়ে ১০ থেকে ১৫ গুণ বেশি শক্তি রয়েছে নতুন সংস্করণের গ্রক ৩ এআই মডেলের।
Published : 19 Feb 2025, 05:20 PM
ঘোষণা অনুসারে নির্ধারিত সময়ে নতুন সংস্করণের এআই মডেল ‘গ্রক ৩’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোম্পানি এক্সএআই।
এটিকে ‘পৃথিবীর সেরা স্মার্ট এআই’ হিসাবে বর্ণনা করেছেন মার্কিন এই ধনকুবের। সোমবার সন্ধ্যায় এক লাইভ স্ট্রিমে এআই মডেলটি ঘোষণার সময় গ্রক ৩ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে ইলন মাস্ক ও এক্সএআই টিম।
দলটির দাবি, গ্রক ২-এর চেয়ে ‘অনেক বেশি কার্যকর’ এ নতুন মডেলটি। গ্রক ২-এর চেয়ে ১০ থেকে ১৫ গুণ বেশি শক্তি রয়েছে নতুন সংস্করণের গ্রক ৩ এআই মডেলের। চীনের ডিপসিক ও মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলের জেমিনাইয়ের মতো “প্রতিদ্বন্ধী এআই মডেলের চেয়ে বেশি কার্যকর” গ্রক ৩।
গত কয়েক মাস ধরে এ এআই মডেলটির উন্নতিতে এক্সএআই কাজ করেছে বলে প্রতিবেদনে লিখেছে ডিজিটাল ট্রেন্ডস। তারা বলেছে, খুবই মজার হবে এই এআই চ্যাটচবটি। গ্রক ১ মডেলটি চালু হওয়ার কেবল ১৭ মাস পরই গ্রক ৩ মডেলটি বাজারে এলো।
গ্রক ৩ কীভাবে নানা ধরনের কাজ করতে পারে তার একটি ডেমো দেখিয়ে এক্সএআই দলটি বলেছে, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়া ও সেখানে থেকে ফিরে আসার জন্য মহাকাশযান মিশনের হিসাব করতে পারে এটি। পাশাপাশি ‘টেট্রিস’ ও ‘বেজুয়েলড’-এর মিশ্রণে একটি গেইমও তৈরি করতে পারে এটি।
দলটি আরও বলেছে, ‘বিগ ব্রেইন’ নামের একটি নতুন ফিচার রয়েছে গ্রক ৩-এ। এটি মূলত একটি যুক্তিমূলক মডেল মোড, যার মাধ্যমে বটটি ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের প্রক্রিয়া করার সময় গভীরভাবে চিন্তাভাবনা করতে পারে।
মাস্ক বলেছেন, ১৭ মাস আগেও এআই সংস্করণটির মূল গ্রক মডেলটি স্কুল পর্যায়ের বিভিন্ন জটিল সমস্যার খুব একটা সমাধান করতে পারত না। তবে এখন মডেলটি এতোটা এগিয়ে গেছে যে ‘গ্রক কলেজে যাওয়ার জন্য প্রস্তুত’।
দলটি আরও বলেছে, গ্রক ৩ ছাড়াও এআই গেইমিং স্টুডিও নিয়েও কাজ করছে তারা। যা গ্রাহকদের জন্য পরিষেবা দেবে। পাশাপাশি গ্রক ৩-এর জন্য বিশেষ এক ‘ডিপ সার্চ’ ফিচার তৈরির কাজ করছে স্টার্টআপটি, যা বিভিন্ন এআই এজেন্টের এক্সএআই সংস্করণ হবে।
সোমবার থেকে প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীদের জন্য পাওয়া যাচ্ছে গ্রক ৩। ‘সুপারগ্রক’ নামের এক নতুন সাবস্ক্রিপশন পণ্যও চালু করছে এক্সএআই, যার মধ্যে এআই মডেল ও অতিরিক্ত বিভিন্ন ফিচারে আরও ভালো প্রবেশাধিকার থাকবে ব্যবহারকারীদের।
স্টার্টআপটি বলেছে, গ্রক ৩-কে ব্যবহারকারীদের বিটা সংস্করণ হিসাবে বিবেচনা করা উচিত। পাশাপাশি এর নানা ত্রুটি সম্পর্কে ব্যবহারকারীদের সচেতনও হতে হবে।