ডিম্বাশয়ের ক্যান্সারের জন্য কোনও স্ক্রিনিং পরীক্ষা না থাকায় প্রায়ই দেরিতে ধরা পড়ে রোগটি। আক্রান্ত ব্যক্তির দেহে ফোলাভাব ও ক্ষুধা না থাকার মতো বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে।
Published : 05 Oct 2024, 02:33 PM
যুক্তরাজ্যে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সারের ভ্যাকসিন, যা এই মরণব্যাধি ‘রোগ নির্মূল করবে’ বলে দাবি গবেষকদের।
‘ওভারিয়ানভ্যাক্স’ এমন এক ধরনের ভ্যাকসিন, যা ওভারিয়ান বা ডিম্বাশয় ক্যান্সারের প্রাথমিক পর্যায় শনাক্ত ও আক্রমণ করতে শেখাবে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে।
যুগান্তকারী এ ভ্যাকসিনটি তৈরি করছেন ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর বিজ্ঞানীরা।
ভ্যাকসিনটি তৈরি হলে তা ওভারিয়ান ক্যান্সার নির্মূলের লক্ষ্যে দেশটির ‘ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস’-এ থেকে নিতে পারবেন দেশটির নারীরা।
বিশেষজ্ঞরা বলছেন, ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি’ ভ্যাকসিনের মতোই কাজ করবে ওভারিয়ান ক্যান্সারে ভ্যাকসিনটি। এরইমধ্যে ‘এইচপিভি’ ভ্যাকসিন জরায়ুর ক্যান্সার নির্মূলের পথে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
নতুন ভ্যাকসিনটির সেলুলার টার্গেট শনাক্তে কাজ করছেন ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর ‘এমআরসি ওয়েদারল ইনস্টিটিউট অফ মলিকিউলার মেডিসিন’-এর ওভারিয়ান ক্যান্সার সেল ল্যাবরেটরি’র অধ্যাপক আহমেদ আহমেদ ও তার গবেষণা দল।
ভ্যাকসিনটি তৈরির প্রাথমিক পর্যায়ে ডিম্বাশয়ের ক্যান্সার কোষের পৃষ্ঠের কোন প্রোটিনগুলো সবচেয়ে ভাল শনাক্ত করে ইমিউন সিস্টেম তা খতিয়ে দেখবেন গবেষকরা। একইসঙ্গে পরীক্ষাগারে রোগের বিভিন্ন মডেলকে ভ্যাকসিনটি কতটা কার্যকরভাবে মেরে ফেলে তাও নির্ধারণ করবেন তারা।
এরপর ‘বিআরসিএ’ জিন মিউটেশন রয়েছে এমন নারীদের উপর ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়াল বা কার্যকারিতা পরীক্ষা করবেন গবেষকরা। কারণ ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় ‘ব্রেস্ট ক্যান্সার জিন বা বিআরসিএ’, এমনকি সুস্থ নারীদের বেলাতেও।
নতুন এ ভ্যাকসিনের ডোজ দিয়ে ওভারিয়ান ক্যান্সার নির্মূল করা যাবে কিনা জানতে চাইলে অধ্যাপক আহমেদ বলেন, ‘অবশ্যই, আর এটাই আমাদের লক্ষ্য।’
“এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাদের। তবে এটি সত্যিই রোমাঞ্চকর সময়। এ নিয়ে আমি নিজে খুব আশাবাদী।”
বর্তমানে ডিম্বাশয়ের ক্যান্সারের জন্য কোনও স্ক্রিনিং পরীক্ষা না থাকায় প্রায়ই দেরিতে ধরা পড়ে রোগটি। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির দেহে দেখা দিতে পারে ফোলাভাব ও ক্ষুধা না থাকার মতো বিভিন্ন লক্ষণ।
মার্কিন অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলির মতো ‘বিআরসিএ’ মিউটেশনে আক্রান্ত নারীরা উচ্চ ঝুঁকিতে আছেন বলে প্রতিবেদনে লিখেছে স্কাই নিউজ।
যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় সড়ে সাত হাজার নারী ডিম্বাশয় ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে ৫-১৫ শতাংশের বেলায় দায়ী বিভিন্ন ‘বিআরসিএ’ মিউটেশন।
অধ্যাপক আহমেদ বলেন, নতুন ভ্যাকসিন থেকে অনেক উপকার পেতে পারেন ‘বিআরসিএ’ মিউটেশনে আক্রান্ত নারীরা। কারণ ব্রেস্ট ক্যান্সারের মতো এক্ষেত্রে ‘নারীদের ডিম্বাশয় কেটে ফেলে দিতে হবে না’।
“ক্লিনিকাল ট্রায়ালের মাধ্যমে সুস্থ নারীদের উপর চার বা পাঁচ বছরের মধ্যে এ ভ্যাকসিনের প্রভাব দেখতে শুরু করবো বলে আশাবাদী আমি।”