Published : 23 Oct 2024, 03:03 PM
সেলিব্রিটি বা তারকাদের ছবি ব্যবহার করে স্ক্যাম বা কেলেঙ্কারি ঠেকাতে ফের ফেইশল রিকগনিশন বা মানুষের মুখ স্ক্যানার সফটওয়্যার পরীক্ষা করছে মেটা।
নিজেদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে তারকাদের ছবি ব্যবহার করে নানা স্ক্যাম ঠেকানো এবং ব্যবহারকারীদের আরও সহজে নিজেদের অ্যাকাউন্টে প্রবেশাধিকার ফিরে পেতে সাহায্য করতে ফেইশল রিকগনিশন সফটওয়্যার পরীক্ষা করছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।
‘সেলিব্রিটি বেইট’ শ্রেণির বিভিন্ন বিজ্ঞাপন শনাক্তে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে টেক জায়ান্টটি। ‘সেলিব্রিটি বেইট’ ধরনের বিজ্ঞাপনগুলো মূলত তারকা বা জনপ্রিয় ব্যক্তিদের বিভিন্ন ছবি ব্যবহার বিজ্ঞাপনগুলোকে বিশ্বাসযোগ্য করতে। সাধারণত এ ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দিতে বা অর্থ পাঠাতে বলে।
সোমবার এক ব্লগ পোস্টে মেটা বলেছে, তাদের সিস্টেমটি যদি ‘সেলিব্রিটি বেইট’ শনাক্ত করতে পারে তবে ফেইসবুক ও ইনস্টাগ্রামের জনপ্রিয় ব্যক্তিদের প্রোফাইল ছবির সঙ্গে তাদের বিজ্ঞাপনের মুখগুলো তুলনা করতে তারা এই ফেইশল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করবে।
ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে ফেইশল রিকগনিশন সফটওয়্যারের ব্যবহারও পরীক্ষা করছে কোম্পানিটি। এ প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা একটি ভিডিও সেলফি আপলোড করবেন। প্ল্যাটফর্মটি ওই ভিডিওর সঙ্গে তাদের প্রোফাইল ছবি মিলিয়ে দেখবে।
তবে, এতেও খুব একটা ভরসা মিলছে না। মেটা বলেছে, “শনাক্তকরণ বা ধরা পড়া এড়াতে ধারাবাহিকভাবে নিজেদের কৌশল পরিবর্তন করে চলেছে স্ক্যামাররা।”
“তবে, স্ক্যামারদের থেকে এগিয়ে থাকতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে এদের শনাক্ত ও প্রতিহত করতে আমরা নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি ও সেগুলো পরীক্ষার কাজ চালিয়ে যাব।”
এর আগেও ফেইশল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করতে চেয়েছে মেটা। তবে ‘ক্রমবর্ধমান সামাজিক উদ্বেগ’ ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে এ নিয়ে কোনো ‘স্পষ্ট নিয়ম’ না দেখাতে পারার কারণে ২০২১ সালে প্রযুক্তিটির ব্যবহার বন্ধ করে টেক জায়ান্টটি।
সোমবার মেটা বলেছে, “আমাদের কঠোর প্রাইভেসি ও ঝুঁকি পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন করার পরই” ফেইশল রিকগনিশন ফের ব্যবহার করতে যাচ্ছে কোম্পানিটি।
এই ফেইশল রিকগনিশন সিস্টেমের আওতায় ধারণ করা তথ্য অবিলম্বে মুছে ফেলবে মেটা। পাশাপাশি অন্য কোনও উদ্দেশ্যে এই প্রযুক্তির ব্যবহার মেটা করবে না বলে প্রতিবেদেন লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এমএসএন।
এ ছাড়াও যেসব জনপ্রিয় ব্যক্তিত্ব ‘সেলেব বেইট’ স্ক্যামের স্বীকার হয়েছেন তাদের নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানানোর পরিকল্পনা শুরু করেছে মেটা। একইসঙ্গে জনপ্রিয় ব্যক্তিত্বদেরও এ ধরনের বিজ্ঞাপন থেকে সরে আসার অনুরোধ করেছে কোম্পানিটি।