তারা ওপেনএআই ও অ্যালফাবেট মালিকানাধীন গুগল, উভয় কোম্পানির সঙ্গেই চুক্তিতে পৌঁছাতে পারে, অথবা একেবারে আলাদা একটি কোম্পানিকেও বেছে নিতে পারে বলে।
Published : 28 Apr 2024, 04:59 PM
আইফোনে ওপেনএআইয়ের জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহারের জন্য কোম্পানিটির সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে টেক জায়ান্ট অ্যাপল।
এ বছরের শেষ নাগাদ আইফোনের কিছু ফিচারের চালিকা শক্তির যোগান দিতেই কোম্পানিদুটি আলোচনায় রয়েছে বলে ব্লুমবার্গ নিউজকে উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
আইফোনের পরবর্তী অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৮’-এ ওপেনএআইয়ের বিভিন্ন ফিচার অন্তর্ভুক্ত করার পাশাপাশি চুক্তির সম্ভাব্য শর্তাবলী নিয়ে কোম্পানি দুটি আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে প্রতিবেদনে।
অ্যাপল এবং ওপেনএআই মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
এদিকে, গত মাসে ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসে, নতুন আইফোনের ফিচারে গুগলের জেমিনাই চ্যাটবট ব্যবহারের বিষয়ে আলোচনায় রয়েছে অ্যাপল।
তবে, কোন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব চূড়ান্ত করবে সে বিষয়ে অ্যাপল সিদ্ধান্ত নেয়নি। তারা ওপেনএআই ও অ্যালফাবেট মালিকানাধীন গুগল, উভয় কোম্পানির সঙ্গেই চুক্তিতে পৌঁছাতে পারে, অথবা একেবারে আলাদা একটি কোম্পানিকেও বেছে নিতে পারে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
সহজ প্রম্পটের মাধ্যমে মানুষের মতো উত্তর দেওয়া জেনারেটিভ এআই ফিচার প্রকাশ করার ক্ষেত্রে অ্যাপল কিছুটা পিছিয়ে রয়েছে। মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো তাদের পণ্যে জেনারেটিভ এআই ফিচার অন্তর্ভুক্ত করেই চলেছে।
তবে, অ্যাপল জেনারেটিভ এআই খাতে ‘উল্লখযোগ্যভাবে’ বিনিয়োগ করছে ও এ বছরের শেষের দিকে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে তাদের পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করবে বলে গেল ফেব্রুয়ারিতে বলেছেন অ্যাপলের সিইও টিম কুক।