মিউট করার পর নোটিফিকেশন না দেখালেও, বার্তাগুলো অবশ্যই ব্যবহারকারীর ইনবক্সে থাকে এবং সেগুলো সে নিজের সুবিধা মতো দেখে নিতে পারেন।
Published : 08 May 2024, 04:09 PM
বিভিন্ন তথ্য শেয়ার করা বা পরিবার ও বন্ধুদের সঙ্গে নানা আয়োজনের পরিকল্পনা করার এক দুর্দান্ত উপায় গ্রুপ টেক্সট। তবে, বার্তার ঘন ঘন নোটিফিকেশন বিভ্রান্তিকর ও বিরক্তিকর হতে পারে। ভাল খবর হল, এ থেকে রেহাই পাওয়ার উপায়টি বেশ সহজ।
কোনো ব্যবহারকারী অপ্রয়োজনীয় নোটিফিকেশন না পেতে চাইলে গ্রুপ টেক্সট মিউট করতে পারবেন। এটি ফ্ল্যাগশিপ বা বাজেট অ্যান্ড্রয়েড থেকে শুরু করে, আইফোনেও করা যাবে বলে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ।
চলুন জেনে নেওয়া যাক সহজেই গ্রুপ টেক্সট মিউট করার নিয়মকানুন।
গুগল মেসেজেস অ্যাপে
অ্যান্ড্রয়েড ফোনের গুগল মেসেজেস অ্যাপের যদি কোনো গ্রুপ চ্যাটিংয়ের অংশ হয়ে থাকেন তবে এ পদক্ষেপ অনুসরণ করুন।
১. গুগল মেসেজেস অ্যাপটি চালু করুন।
২. যে গ্রুপ টেক্সট মিউট করতে চান সেটি চালু করুন।
৩. স্ক্রিনের ওপরে ডান কোণায় থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।
৪. ড্রপ ডাউন মেনু থেকে ‘গ্রুপ ডিটেইলস’ অপশনটি বেছে নিন।
৫. ‘নোটিফিকেশন’ অপশনটিতে ট্যাপ করুন।
৬. ‘শো নোটিফিকেশনস’ সুইচটি টগল করুন যদি মেসেজ অ্যালার্ট না পেতে চান। এটিও গ্রুপ চ্যাটকে মিউট করে ফেলবে। বিকল্পভাবে, নোটিফিকেশনের শব্দ ও ভাইব্রেশন বন্ধ করতে ‘সাইলেন্ট’ অপশনটিতে ট্যাপ করুন।
হোয়াটসঅ্যাপে মিউট করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করে যে গ্রুপ চ্যাট মিউট করতে চান সেটি বেছে নিন।
২. স্ক্রিনের ওপরে ডান কোণায় থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।
৩. ড্রপ ডাউন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনটি বেছে নিন।
৪. ‘মিউট নোটিফিকেশন’ এর অপশনটির টগল বন্ধ করে দিন।
৫. কতক্ষণের জন্য গ্রুপ চ্যাটিংয়ের নোটিফিকেশন বন্ধ করতে চান সেটি বেছে নিন। ‘৮ ঘণ্টা’, ‘১ সপ্তাহ’, ‘সবসময়’ - এ তিনটি অপশন থাকবে।
ফেইসবুকের মেসেঞ্জারে
১. অ্যান্ড্রয়েড ফোনে মেসেঞ্জার অ্যাপটি চালু করুন।
২. যে গ্রুপ চ্যাট মিউট করতে চান সেটি বেছে নিন।
৩. স্ক্রিনের ওপরে ডান কোণায় ‘আই’ আইকনে ট্যাপ করে গ্রুপ চ্যাটিংয়ের মেনুতে যান।
৪. ‘নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস’ অপশনটিতে প্রবেশ করুন।
৫. ‘অন’ লেখা টগলটিতে ট্যাপ করুন। এবারে কত সময়ের জন্য মিউট করতে চান সেটির অপশন দেখা যাবে। নিজের পছন্দ অনুসারে একটি অপশন বেছে নিয়ে ‘ওকে’ অপশনে ট্যাপ করুন। এখানে, মেসেজে, রিয়্যাকশন ও কল আলাদা আলাদা করে মিউট করার অপশন ও পাবেন।
মেসেঞ্জারে চ্যাটিং সাউন্ড মিউট করার আরও একটি সহজ উপায় রয়েছে। একটি চ্যাটিং থ্রেডের ওপরে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলে একটি মেনু চালু হবে। সেখান থেকেই ‘মিউট’ অপশনটি বেছে নিয়ে সহজেই বন্ধ করে দেওয়া যাবে চ্যাটিংয়ের নোটিফিকেশন।
আইফোনের মেসেজেস অ্যাপে মিউট করবেন যেভাবে
১. আইফোনে মেসেজ অ্যাপটি চালু করে যে গ্রুপের নোটিফিকেশন মিউট করতে চান সেখানে প্রবেশ করুন।
২. স্ক্রিনের ওপর থেকে ‘গ্রুপ আইকন’-এ ট্যাপ করুন।
৩. ‘হাইড অ্যালার্টস’ অপশনে ট্যাপ করুন।
৪. স্ক্রিনের ওপরের ডান কোণা থেকে ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
যখন কেউ অ্যান্ড্রয়েড ডিভাইস, হোয়াটস অ্যাপ বা আইফোনের গ্রুপ চ্যাট মিউট করেন, তখন নতুন কোনো মেসেজ এলে আর নোটিফিকেশন দেখায় না বা সতকর্তা পাওয়া যায় না। তবে, বার্তাগুলো অবশ্যই ব্যবহারকারীর ইনবক্সে থাকে এবং সেগুলো সে সুবিধা মতো দেখে নিতে পারেন। গ্রুপ চ্যাটিংয়ের অন্য সদস্যরা এটি জানতে পারবে না যে কেউ নোটিফিকেশন বন্ধ করে দিয়েছে বা মিউট করেছে। অনেক সময়ই নোটিফিকেশন বন্ধ করলে দরকারি বার্তা বাদ চোখের আড়াল হয়ে যেতে পারে, তাই গ্রুপ চ্যাট সুবিধামত দেখে নেওয়া ভাল।