উইন্ডোজে মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়ার প্রাথমিক ও সবচেয়ে সহজ উপায় হল রিসাইকল বিন।
Published : 10 Jul 2024, 02:20 PM
ঘটনাচক্রে কোনো গুরত্বপূর্ণ ফাইল বা নথি মুছে ফেলা খুবই সাধারণ বিষয়। আর এ কারণেই উইন্ডোজে রয়েছে দুটি ইন-বিল্ট ফিচার যা মুছে যাওয়া ফাইল বা নথি পুনরুদ্ধার করতে সাহায্য করে।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে উইন্ডোজের দুটি ফিচার ব্যবহার করেই মুছে যাওয়া ফাইল ফিরে পেতে পারেন।
রিসাইকল বিন
উইন্ডোজে মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়ার প্রাথমিক ও সবচেয়ে সহজ উপায় হল রিসাইকল বিন। রিসাইকল বিন-এর মোট ফোল্ডারের আকার থেকে ছোট যে কোনো ফাইল মুছে ফেললে স্বয়ংক্রিয়ভাবেই রিসাইকল বিন ফোল্ডারে চলে যাবে। সেখান থেকেই একটি ফাইল খুঁজে পুনরুদ্ধার করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন।
প্রথমে ডেস্কটপের রিসাইকল বিন আইকনে ক্লিক করুন ও রিসাইকল বিন ফোল্ডারটি ওপেন হবে। এখানে খুঁজে না পেলে, সার্চ বারে রিসাইকল লিখে এটি খুঁজে পেতে পারেন।
ফোল্ডারের বিভিন্ন ফাইলের মধ্যে যে ফাইলটি দরকার সেটির নাম খুঁজে বের করুন। সেইসঙ্গে ফাইলের অবস্থান, ফাইলের ধরন, বা মুছে ফেলার তারিখ অনুসারে ফাইলগুলো তালিকাভুক্ত করতে ওপরের ট্যাবগুলো বেছে নিতে পারেন, যা দরকারি ফাইল খুঁজতে সাহায্য করবে।
ফাইলটি খুঁজে পেয়ে গেলে, ফাইলের ওপরে ডান ক্লিক অথবা ডাবল ক্লিক করে ‘রিস্টোর’ অপশনটি বেছে নিলেই, ফাইলটি কম্পিউটারের ড্রাইভে আগের জায়গায় ফিরে যাবে।
উইন্ডোজ ফাইল রিকভারি
অনেক সময় ফাইল ডিলিট করতে গেলে ত্রুটির কারণে সেটি রিসাইকল বিন-এ না-ও যেতে পারে। এমন ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব ফাইল রিস্টোর টুল রয়েছে যা হারিয়ে যাওয়া তথ্য পুনরুদ্ধারে ব্যবহার করতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।
প্রথমে মাইক্রোসফট স্টোরে যান ও ‘উইন্ডোজ ফাইল রিকভারি’ লিখে সার্চ করুন। এবার অ্যাপটির পেইজে ‘গেট’ বোতামে ক্লিক করে ডাউনলোড করুন ও ইনস্টল করুন।
ইনস্টল শেষে পপ-আপ উইন্ডো থেকে ‘ওপেন’ অপশনে ক্লিক করুন। যদি অ্যাপটি ‘অ্য্যাডমিন অ্যাপ্রুভাল’ চায়, তবে অনুমতি দিন। এটি একটি ‘কমান্ড লাইন টুল’ তাই এটি ব্যবহারকারীর নির্দেশেই কাজ করবে।
তবে, এ টুলটি ব্যবহার করার জন্য অবশ্যই কয়েকটি জিনিস জানতে হবে; সেগুলো হল, যে ফাইলটি পুনরুদ্ধার করতে চান সেটির নাম, মুছে যাওয়ার আগে ফাইলটি কোন ড্রাইভে ছিল, এবং রিস্টোর করার পরে ফাইলটি কোন ড্রাইভে নিতে চান।
টুলটি চালু করে, “winfr (source-drive): (destination-drive): [/mode] [/switches]” এ ফরম্যাট অনুসরণ করেই তথ্যগুলো অ্যাপে লিখতে হবে।
উদাহরণ হিসেবে, কেউ ‘সি’ ড্রাইভ থেকে ভুল করে মুছে ফেলা নথি বা ফাইল ফোল্ডারটি পুনরুদ্ধার করে সেটি ‘ই’ ড্রাইভে পাঠাতে চান, তিনি লিখবেন:
“winfr C: E: /regular /n \Users\Username\Documents\”
এ ছাড়া, কেউ নির্দিষ্ট ধরনের সব ফাইল রিস্টোর করার জন্য নিচের কমান্ডটি লিখতে পারেন, “winfr C: E: /regular /n *.pdf /n *.docx”.
এটি সি ড্রাইভ থেকে মুছে যাওয়া সব পিডিএফ বা ডক্স ফরম্যাটের ফাইল রিস্টোর বা পুনরুদ্ধার করে ‘ই’ ড্রাইভে স্থানান্তর করবে।
তবে, উইন্ডোজ ফাইল রিকভারি অ্যাপটি এ ধরনের কতগুলো মুছে ফেলা ফাইল খুঁজে পায় তার ওপর নির্ভর করে এ প্রক্রিয়া শেষ হতে লম্বা সময় লাগতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ডিজিটাল ট্রেন্ডস।